‘জনগণকে সাথে নিয়ে বিএনপি আধিপত্যবাদ রুখে দেবে’
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ৪ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐতিহাসিক ৭ নভেম্বর, বিপ্লব ও সংহতি দিবস বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো আধিপত্যবাদ রুখে দেয়া হবে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর, গত তিন মাসে বর্তমান অন্তর্বর্তী সরকার কার্যকরী ভূমিকা রেখেছে। সবার সহযোগিতায় উপযুক্ত ও যৌক্তিক সময়ে নির্বাচন হবে বলে মনে করেন তিনি।
বৃহস্পতিবার ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে বিএনপি। এরই ধারাবাহিকতায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের সর্বস্তরের নেতাকর্মীরা।
বিএনপি সংগ্রাম-লড়াই করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দিয়ে স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার পাশাপাশি সংগ্রাম ও আন্দোলন চালিয়ে যাবে তার দল।
১৯৭৫ সালের এই দিনে দেশের দেশপ্রেমিক সৈনিক জনতা আধিপত্যবাদী ও তাদের দোসরদের পরাজিত করে নতুন বাংলাদেশ সৃষ্টি করে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।