সংবাদ শিরোনাম ::
খণ্ডকালীন চাকরি পাবে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
সরকারি বিভিন্ন কাজে শিক্ষার্থীদের পার্ট-টাইমা হিসেবে চাকরী দেয়া হবে। এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে তিনি লিখেছেন, সরকারি আরও বিভিন্ন কাজে শিক্ষার্থীদের পার্ট-টাইমার হিসেবে নেওয়ার পরিকল্পনা চলছে। সরকারি বিভিন্ন ক্ষেত্রে অনেক অযথা পদ রয়েছে। যাদের কোনো কাজ নেই কিংবা খুবই কম কাজ। অথচ তাদের পেছনে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ব্যয় হয়।
আসিফ মাহমুদ জানান, এই উদ্যোগের ফলে রাজস্ব ব্যয় কমবে, এফিশিয়েন্সি বাড়বে, টিউশন/প্রাইভেট সেক্টরের পাশাপাশি পাবলিক সেক্টরেও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।