ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

যুবদল নেতা জিলু হত্যার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুবদল নেতা জিলু আহমেদ দিলু ১ম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (৩১ অক্টোবর)। গত বছরের ৩১ অক্টোবর মঙ্গলবার স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে বিএনপির ডাকা ২৮ অক্টোবর পরবর্তী অবরোধ কর্মসূচি পালনকালে লালাবাজারে পুলিশের ধাওয়ার পর গাড়িচাপায় জিলু নিহত হয়।

শহীদ জিলুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে স্মরণ করে বিবৃতি দিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সে সময়কার গণআন্দোলনে সিলেটের প্রথম শহীদ জিলু। দলের ডাকা কর্মসূচিতে সে শাহদাত বরণ করেছে। তখনকার ফ্যাসিস্ট সরকার পুলিশ দিয়ে বিরোধীদের হত্যা করিয়েছে। এর ফলে জনবিস্ফোরণে তারা পালিয়েছে। অচিরেই আওয়ামী লীগ সন্ত্রাসী ও তাদের সহযোগীদের বিচার শুরু হবে। জিলু হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

নেতৃদ্বয় বলেন, জাতীয়তাবাদী দর্শনকে বুকে ধারণ করে খালেদা জিয়া ও তারেক রহমানে নেতৃত্বে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সে শহীদ হয়েছে। গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মরহুম জিলু আহমেদ দিলু’র রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রের পথে উত্তরণে তার শাহাদাৎ বরণ দেশবাসী ও দল চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুবদল নেতা জিলু হত্যার বিচার দাবি

সংবাদ প্রকাশের সময় : ০৯:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

যুবদল নেতা জিলু আহমেদ দিলু ১ম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (৩১ অক্টোবর)। গত বছরের ৩১ অক্টোবর মঙ্গলবার স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে বিএনপির ডাকা ২৮ অক্টোবর পরবর্তী অবরোধ কর্মসূচি পালনকালে লালাবাজারে পুলিশের ধাওয়ার পর গাড়িচাপায় জিলু নিহত হয়।

শহীদ জিলুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে স্মরণ করে বিবৃতি দিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সে সময়কার গণআন্দোলনে সিলেটের প্রথম শহীদ জিলু। দলের ডাকা কর্মসূচিতে সে শাহদাত বরণ করেছে। তখনকার ফ্যাসিস্ট সরকার পুলিশ দিয়ে বিরোধীদের হত্যা করিয়েছে। এর ফলে জনবিস্ফোরণে তারা পালিয়েছে। অচিরেই আওয়ামী লীগ সন্ত্রাসী ও তাদের সহযোগীদের বিচার শুরু হবে। জিলু হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

নেতৃদ্বয় বলেন, জাতীয়তাবাদী দর্শনকে বুকে ধারণ করে খালেদা জিয়া ও তারেক রহমানে নেতৃত্বে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সে শহীদ হয়েছে। গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মরহুম জিলু আহমেদ দিলু’র রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রের পথে উত্তরণে তার শাহাদাৎ বরণ দেশবাসী ও দল চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।