হত্যাচেষ্টা মামলায় ৯৪ নম্বর আসামি আইনজীবী পান্না
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
ছাত্র-জনতার আন্দোলনের পক্ষে সক্রিয়ভাবে অবস্থান নিয়েও হত্যাচেষ্টা মামলার আসামি হলেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। তার বিরুদ্ধে ১৭ অক্টোবর রাজধানীর খিলগাঁও থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের হয়।
খিলগাঁও থানার ওসি মো. দাউদ হোসেন জানান, মামলার বাদী মো. বাকের আলী। মামলায় উল্লেখ্য করা হয়েছে, ১৯ জুলাই বিকাল সাড়ে ৪টায় মেরাদিয়া বাজার এলাকায় পুলিশ, র্যাব, ছাত্রলীগ, যুবলীগ ও বিজিবি গুলি চালায়। সেখানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মো. আহাদুল ইসলাম।
এ ঘটনায় করা মামলায় এক নম্বর আসামি সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জেড আই খান পান্না ৯৪ নম্বর আসামি। ওসি জানান, মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, জেড আই খান পান্না আন্দোলনকালীন আটক ছাত্র সমন্বয়কদের ছাড়াতে আইনি লড়াই চালান। প্রচণ্ড সমালোচনা করেন শেখ হাসিনা সরকারের। তবে সম্প্রতি কিছু ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন তিনি। এছাড়া ড. ইউনূসের সমালোচনা করা বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে প্রয়োজনে আইনী সহায়তা দেয়ার কথা বলেও আলোচনার জন্ম দেন।
ছাত্র আন্দোলন চলাকারে হত্যাকাণ্ডের প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধনে অংশ নিয়েছিলেন জেড আই খান পান্না। তার সাথে সেই মানববন্ধনে অংশ নেওয়া আইনুন্নাহার লিপি হাইকোর্টে বিচারক নিযুক্ত হয়েছেন। ব্যারিস্টার অনিক আর হক নিয়োগ পেয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে।