বরিশালে মা ইলিশ রক্ষায় ৭১১ অভিযান, কারাদণ্ড ৯৪ জেলের
- সংবাদ প্রকাশের সময় : ১২:০০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
মা ইলিশ রক্ষায় সাগরে ও নদীতে মাছ ধরা নিষেধকালে গত ৬ দিনে বরিশাল বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৯৪ জন জেলেকে কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে নিষেধাজ্ঞা উপেক্ষা করায় জেলেদের কাছ থেকে ১০ লাখ ৬২ হাজার ১ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) রাত পর্যন্ত ৭১১ টি অভিযান চালানো হয়েছে। ২৩১টি মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি ২৫৯টি মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে ৪ কোটি ৬৮ লাখ ৬০ হাজার ১ শত টাকা মূল্যের ২৫ লাখ ৮৮ হাজার ৭ শত মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া নৌকা সহ জব্দকৃত মালামাল বিক্রী করে ১ লাখ ২ হাজার ৬ শত টাকা আয় হয়েছে।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগে ১৪১ বার মৎস্য অবতরন কেন্দ্র, ১ হাজার ৭০ বার বিভিন্ন মাছঘাট, ১ হাজার ৯৯১ বার বিভিন্ন আড়ত, ১ হাজার ১৪৯ বার বিভিন্ন বাজার পরিদর্শন করা হয়েছে। আর গত দু’দিনে ৫ হাজার ৬৪৯ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
উল্লেখ্য গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গ কিলোমিটার এলাকায় ইলিশ আহরন, পরিবহন ও বিপন্ন নিষিদ্ধ করা হলেও প্রশাসন বরিশাল বিভাগের নদ-নদীতে ইলিশ আহরন বন্ধ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে।