ফুলবাড়ীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচী
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজন করেছে ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন ফুলবাড়ী।
‘মানুষ মানুষে ভেদাভেদ নাই, সবার আগে জীবন বাঁচাই’ এই মূলমন্ত্রকে ধারন করে সোমবার (১৪ অক্টোবর) দিনব্যাপী ফুলবাড়ী সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচীর আয়োজন করা হয়। সর্ব সাধারণের জন্য সকাল ৯টা থেকে দিনব্যাপী এই কর্মসূচীর আয়োজন করেন ৪ শতাধিক সদস্যের সংগঠন ফুলবাড়ী ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশনের সদস্যবৃন্দ।
এই মহতি আয়োজনকে সফল করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেচ্ছায় রক্তদাতাদের সংগঠন “স্বজন” সহযোগিতা প্রদান করছে। তারা ৬০০ শ’জনের রক্তের গ্রুপ নির্ণয় করার ব্যবস্থা করেছে।
স্বজনের প্রতিষ্ঠাতা রাবির প্রাক্তন শিক্ষার্থী ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.মোস্তাফিজার রহমান জানান, যারা রক্তের গ্রুপ নির্নয় করতে আসবেন তাদের ডোনার বা সদস্য কার্ড প্রদান করা হবে। মুম‚র্ষু রোগীর জরুরী রক্তের প্রয়োজনে এগিয়ে আসুন-এই আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ।
সহকারী কমিশনার(ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত থেকে এবং সদস্যপদ গ্রহণ করে বলেন, ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন ফুলবাড়ী’ সংগঠনটির কার্যক্রম অত্যন্ত ভালো লাগলো। স্বেচ্ছায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মস‚চীর আয়োজন করা এবং গত বন্যায় কয়েক লক্ষ টাকা বন্যার্তদের দেয়া,বিশ্ববিদ্যালয় ভর্তিতে স্থানীয়দের সহযোগিতা করা আমি ইতিবাচক কার্যক্রম দেখছি এবং তাদের সাধুবাদ জানাচ্ছি। তিনি স্বজনের প্রতিষ্ঠাতা রাবির প্রাক্তন শিক্ষার্থী ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.মোস্তাফিজার রহমানকেও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মুশফিকুর রহমান লিও, সহকারী অধ্যাপক ও সাংবাদিক আজিজুল হক সরকার, সাংবাদিক মাসুদ রানা, ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন ফুলবাড়ীর সদস্য রেজওয়ান বারী (রাবি) ,শিহাব বাবু (চবি) শান্ত (রাবি), অলি আহমেদ, স্বর্ণালী (ঢাবি), অনিমেষ (ঢাবি), শাওন (জাবি), মৌমিতা তাবাসসুম (ঢাবি), এছাড়া রক্তের গ্রুপ নির্ণয়ে প্রত্যক্ষ সহযোগিতায় ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রক্তদান সংস্থা ‘স্বজন’-এর মুসা সেলিদ, রাকিব প্রমুখ।