ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি চাকরিতে অবসরের সময়সীমা বাড়ছে না!

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ছেলেদের ৩৫ বছর করার জন্য সুপারিশ করা হয়েছে। এছাড়া মেয়েদের ক্ষেত্রে ৩৭ বছর করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এই তথ্য জানিয়েছেন এ বিষয়ে গঠিত কমিটির প্রধান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী।

এ সময় তিনি বলেন, সরকারি চাকরিতে প্রবেশে বয়স বাড়ানোর বিষয়টি যৌক্তিক। বয়স বাড়লে কোন বৈষম্য হবে না। পৃথিবীর অনেক জায়গায় চাকরিতে প্রবেশের বয়স বেশি। চাকরিতে বয়স বাড়ানোর বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, তবে অবসবের বিষয়ে কোন সুপারিশ করা হয়নি। এখন যারা অবসরে যাবে তাদের তো প্রয়োজন নাই। এজন্য এখন এটা বিবেচনার প্রয়োজন নেই।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছিল সরকার। গত সপ্তাহে এই কমিটি তাদের সুপারিশ জমা দিয়েছে।

কমিটিতে সদস্যসচিব হিসেবে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান।

সদস্য হিসেবে ছিলেন, সাবেক যুগ্ম সচিব কওছার জহুরা, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ইকবাল এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকারি চাকরিতে অবসরের সময়সীমা বাড়ছে না!

সংবাদ প্রকাশের সময় : ০১:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ছেলেদের ৩৫ বছর করার জন্য সুপারিশ করা হয়েছে। এছাড়া মেয়েদের ক্ষেত্রে ৩৭ বছর করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এই তথ্য জানিয়েছেন এ বিষয়ে গঠিত কমিটির প্রধান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী।

এ সময় তিনি বলেন, সরকারি চাকরিতে প্রবেশে বয়স বাড়ানোর বিষয়টি যৌক্তিক। বয়স বাড়লে কোন বৈষম্য হবে না। পৃথিবীর অনেক জায়গায় চাকরিতে প্রবেশের বয়স বেশি। চাকরিতে বয়স বাড়ানোর বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, তবে অবসবের বিষয়ে কোন সুপারিশ করা হয়নি। এখন যারা অবসরে যাবে তাদের তো প্রয়োজন নাই। এজন্য এখন এটা বিবেচনার প্রয়োজন নেই।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছিল সরকার। গত সপ্তাহে এই কমিটি তাদের সুপারিশ জমা দিয়েছে।

কমিটিতে সদস্যসচিব হিসেবে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান।

সদস্য হিসেবে ছিলেন, সাবেক যুগ্ম সচিব কওছার জহুরা, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ইকবাল এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম।