নীলফামারীতে যুবদলের তিন নেতাকে অব্যাহতি
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে নীলফামারী’র ডিমলা উপজেলার জাতীয়তাবাদী যুবদলের তিন নেতাকে প্রাথমিক সদস্যপদসহ দলীয়পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
যাদেরকে দল থেকে অব্যাহতি দেয়া হলো তারা হলেন; বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ডিমলা সদর ইউনিয়নের অহবায়ক সোহাগ খান লোহানি,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবু তাহের ও খালিসা চাপানি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সামিউল ইসলাম শিমুল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে; সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হয়েছে।এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দলীয় পদ-পদবী ব্যবহার না করার জন্য আদেশ প্রদান করা হলো। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার আদেশ দেয়া হয়েছে।
জাতীয়তাবাদী যুবদলের নীলফামারী জেলা শাখার সভাপতি এ এইচ এম সাইফুল্লাহ রবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী এ সিধান্ত কার্যকর করেছেন বলে এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ জাতীতাবাদী যুবদলের নীলফামারী জেলা শাখার দপ্তর সম্পাদক নুরল হক ডালিম স্বাক্ষরিত (১২ অক্টোম্বর) প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।