মোহাম্মদপুরে ডাকাতিতে জড়িত বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত ৫ কর্মকর্তা
- সংবাদ প্রকাশের সময় : ০১:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র্যাবের পোশাকে ডাকাতির ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। এরমধ্যে ৫ জন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা, তিনজন বেসামরিক ব্যক্তি। ডাকাতি সংগঠিত হওয়া বাসার মালিক বলছেন, যারা এসেছিলেঅ, তাদের ডাকাত মনে হয়নি।
এর আগে চাঞ্চল্যকর এ ঘটনা বাহিনীর কেউ করেছে বলে ধারণা করে অপরাধ বিশ্লেষকরা। শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসায় সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে অভিযান চালানোর নামে ডাকাতি হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, আরেক দল বাইরে ছিলো।
বাসার মালিক ব্যবসায়ী আবু বকর সিদ্দিক জানান, নগদ ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণ নিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের দেখে সাধারণ ডাকাত মনে হয়নি।
এ ঘটনার মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন আবু বকর। এরপর রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয় কয়েকজনকে।
পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। ঘটনাটি কোনো ডাকাতদল করেছে নাকি এটি বাহিনীরই কোনো অসাধু কর্মকর্তা করেছে-তা খতিয়ে দেখায় তাগিদ অপরাধ বিশ্লেষকদের।