ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রতন সাম্রাজ্যের উত্তরসূরি হলেন নোয়েল টাটা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রতন টাটা একজন ব্যবসায়ী নন, ছিলেন নতুন পথের দিশারীও। গত বুধবার সন্ধ্যায় ৮৬ বছর বয়সে মারা গেছেন টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস। এরপর থেকেই প্রশ্ন উঠছিলেঅ, রতনের ছেড়ে যাওয়া বিরাট সাম্রাজ্য ও ঐতিহ্যের উত্তরাধিকারী কে হবেন?

শুক্রবার (১১ অক্টোবর) কার্যত মিলে গেল সেই উত্তর। টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান করা হল রতন টাটার সৎ ভাই নোয়েল টাটাকে। এই সিদ্ধান্ত সর্বসম্মতভাবে ট্রাস্টের বোর্ড দ্বারা নেয়া হয়েছে। তবে আগের মতোই কর্পোরেট প্রতিষ্ঠান টাটা সন্সের চেয়ারম্যান থাকছেন নটরাজন চন্দ্রশেখরণ।

রতন টাটার মৃত্যুর পর তিনটি নাম নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। তারা হলো- লিয়া টাটা, মায়া টাটা এবং নেভিল টাটা।

রতন টাটা বিয়ে করেননি, নিঃসন্তান, তাহলে এই লিয়া, মায়া ও নেভিল কারা? এই তিনজন হলেন রতন টাটার সৎ ভাই নোয়েল টাটার তিন সন্তান। ইতিমধ্যে টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় ডিরেক্টরের দায়িত্ব সামলাচ্ছেন তাঁরা। লিয়া, মায়া ও নেভিলের প্রতি ভরসা দেখিয়েছেন খোদ রতনও। সেই সূত্রেই দোরাবজি টাটা ট্রাস্ট এবং রতন টাটা ট্রাস্টের ট্রাস্টি হিসেবে তিনজনকে নিয়োগের অনুমোদন দেন নিজেই।

৬৭ বছরের নোয়েল হলেন দোরাবজি টাটা ট্রাস্টের একাদশতম চেয়ারম্যান এবং রতন টাটা ট্রাস্টের ষষ্ঠ চেয়ারম্যান। দেড়শ বছরের বেশি পুরনো সংস্থায় ট্রাস্টের প্রধানের নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, টাটা সন্সের ৬৬ শতাংশ শেয়ার রয়েছে টাটা ট্রাস্টের হাতে। এখানে বলে নিতে হবে যে আকাশ থেকে পড়েননি নোয়েল।

তিনি কেবল রতনের সৎ ভাই নন, গত ৪০ বছর ধরে টাটা গ্রুপের বিশ্বস্ত সৈনিকও। সাফল্যের সঙ্গে নিজের দায়িত্ব পালন করে চলেছেন। বর্তমানে টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর তিনি। এছাড়াও রতন টাটা ট্রাস্ট এবং দোরাবজি টাটা ট্রাস্টের অন্যতম সদস্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রতন সাম্রাজ্যের উত্তরসূরি হলেন নোয়েল টাটা

সংবাদ প্রকাশের সময় : ১০:১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

রতন টাটা একজন ব্যবসায়ী নন, ছিলেন নতুন পথের দিশারীও। গত বুধবার সন্ধ্যায় ৮৬ বছর বয়সে মারা গেছেন টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস। এরপর থেকেই প্রশ্ন উঠছিলেঅ, রতনের ছেড়ে যাওয়া বিরাট সাম্রাজ্য ও ঐতিহ্যের উত্তরাধিকারী কে হবেন?

শুক্রবার (১১ অক্টোবর) কার্যত মিলে গেল সেই উত্তর। টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান করা হল রতন টাটার সৎ ভাই নোয়েল টাটাকে। এই সিদ্ধান্ত সর্বসম্মতভাবে ট্রাস্টের বোর্ড দ্বারা নেয়া হয়েছে। তবে আগের মতোই কর্পোরেট প্রতিষ্ঠান টাটা সন্সের চেয়ারম্যান থাকছেন নটরাজন চন্দ্রশেখরণ।

রতন টাটার মৃত্যুর পর তিনটি নাম নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। তারা হলো- লিয়া টাটা, মায়া টাটা এবং নেভিল টাটা।

রতন টাটা বিয়ে করেননি, নিঃসন্তান, তাহলে এই লিয়া, মায়া ও নেভিল কারা? এই তিনজন হলেন রতন টাটার সৎ ভাই নোয়েল টাটার তিন সন্তান। ইতিমধ্যে টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় ডিরেক্টরের দায়িত্ব সামলাচ্ছেন তাঁরা। লিয়া, মায়া ও নেভিলের প্রতি ভরসা দেখিয়েছেন খোদ রতনও। সেই সূত্রেই দোরাবজি টাটা ট্রাস্ট এবং রতন টাটা ট্রাস্টের ট্রাস্টি হিসেবে তিনজনকে নিয়োগের অনুমোদন দেন নিজেই।

৬৭ বছরের নোয়েল হলেন দোরাবজি টাটা ট্রাস্টের একাদশতম চেয়ারম্যান এবং রতন টাটা ট্রাস্টের ষষ্ঠ চেয়ারম্যান। দেড়শ বছরের বেশি পুরনো সংস্থায় ট্রাস্টের প্রধানের নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, টাটা সন্সের ৬৬ শতাংশ শেয়ার রয়েছে টাটা ট্রাস্টের হাতে। এখানে বলে নিতে হবে যে আকাশ থেকে পড়েননি নোয়েল।

তিনি কেবল রতনের সৎ ভাই নন, গত ৪০ বছর ধরে টাটা গ্রুপের বিশ্বস্ত সৈনিকও। সাফল্যের সঙ্গে নিজের দায়িত্ব পালন করে চলেছেন। বর্তমানে টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর তিনি। এছাড়াও রতন টাটা ট্রাস্ট এবং দোরাবজি টাটা ট্রাস্টের অন্যতম সদস্য।