ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির কর্মকর্তা তামিকে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর রামপুরায় ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জেরে জমির মালিকের ছেলে ও দীপ্ত টেলিভিশনের কর্মী তানজিলকে পিটিয়ে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. রুহুল কবির খান।

গ্রেফতারকৃতরা হলো-মো. আব্দুল লতিফ (৪৬), মাহিন (১৮), মোজাম্মেল হক কবির (৫২), মো. কুরবান আলী (২৪) ও বাঁধন (২০)। এদিকে, ঘটনায় এরমধ্যে ১৬ জনের নামে মামলা করেছে নিহত তানজিলের পরিবার।

ডিসি রুহুল কবির বলেন, হত্যার ঘটনায় প্রাথমিকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা মামুন এবং বিএনপি নেতা ও প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের কর্ণধার শেখ রবিউল আলম রবির প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত করে তাদেরও আইনের আওতায় আনা হবে।

পুলিশ জানায়, জমির মালিককে চুক্তির অংশ হিসেবে ৫টি ফ্ল্যাট দেয়ার কথা ছিল প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের। তবে তারা দুটি ফ্ল্যাট হস্তান্তর করে। বাকি ৩টি ফ্ল্যাটের মধ্যে একটি অবৈধভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা মামুনের শ্বশুর কাছে বিক্রি করে কোম্পানিটির কর্নধার রবি। ফ্ল্যাটটি তারা অবৈধভাবে দখল করে রেখেছিল। এ নিয়ে গত তিন বছর ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের জেরেই বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে সেই ফ্ল্যাটে হামলা চালিয়ে দীপ্ত টিভির তানজিলকে তামিমকে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নিয়ে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তানজীল জাহান ইসলাম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টেলিভিশনের ব্রডকাস্ট বিভাগের কর্মরত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির কর্মকর্তা তামিকে হত্যা

সংবাদ প্রকাশের সময় : ০১:১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

রাজধানীর রামপুরায় ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জেরে জমির মালিকের ছেলে ও দীপ্ত টেলিভিশনের কর্মী তানজিলকে পিটিয়ে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. রুহুল কবির খান।

গ্রেফতারকৃতরা হলো-মো. আব্দুল লতিফ (৪৬), মাহিন (১৮), মোজাম্মেল হক কবির (৫২), মো. কুরবান আলী (২৪) ও বাঁধন (২০)। এদিকে, ঘটনায় এরমধ্যে ১৬ জনের নামে মামলা করেছে নিহত তানজিলের পরিবার।

ডিসি রুহুল কবির বলেন, হত্যার ঘটনায় প্রাথমিকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা মামুন এবং বিএনপি নেতা ও প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের কর্ণধার শেখ রবিউল আলম রবির প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত করে তাদেরও আইনের আওতায় আনা হবে।

পুলিশ জানায়, জমির মালিককে চুক্তির অংশ হিসেবে ৫টি ফ্ল্যাট দেয়ার কথা ছিল প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের। তবে তারা দুটি ফ্ল্যাট হস্তান্তর করে। বাকি ৩টি ফ্ল্যাটের মধ্যে একটি অবৈধভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা মামুনের শ্বশুর কাছে বিক্রি করে কোম্পানিটির কর্নধার রবি। ফ্ল্যাটটি তারা অবৈধভাবে দখল করে রেখেছিল। এ নিয়ে গত তিন বছর ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের জেরেই বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে সেই ফ্ল্যাটে হামলা চালিয়ে দীপ্ত টিভির তানজিলকে তামিমকে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নিয়ে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তানজীল জাহান ইসলাম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টেলিভিশনের ব্রডকাস্ট বিভাগের কর্মরত ছিলেন।