ফুলবাড়ীতে দুই প্রেসক্লাবের মতবিনিময় সভা
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। সেই সমাজকে সমাজের আয়নায় যাতে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন দেখা যায় সে লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে সাংবাদিকদের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে সাংবাদিকদের মর্যাদা রক্ষাসহ সুষ্ঠুধারার সাংবাদিকতার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ফুলবাড়ী প্রেসক্লাব ও ফুলবাড়ী থানা প্রেসক্লাবের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ফুলবাড়ী প্রেসক্লাব ভবনে আয়োজিত ফুলবাড়ী প্রেসক্লাব ও ফুলবাড়ী থানা প্রেসক্লাবের যৌথ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু।
সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্সের সঞ্চালনায় আয়োজিত ফুলবাড়ী প্রেসক্লাব ও ফুলবাড়ী থানা প্রেসক্লাবের যৌথ মতবিনিময় সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মো. আফজাল হোসেন।
এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, দৈনিক ভোরের আকাশ পত্রিকার প্রকাশক এসএম নূরুজ্জামান জামান। এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহদী হাসান উজ্জ্বল, ফুলবাড়ী প্রেসক্লাবের পক্ষে সাবেক সভাপতি মো. আজিজুল হক সরকার, সহসভাপতি মো. আব্দুল কাইয়ুম, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আশরাফুল আলম, ফুলবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মন্ডল, কোষাধ্যক্ষ ধীমান চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, দপ্তর সম্পাদক মোকাররম হোসেন, আইসিটি সম্পাদক মোস্তাক আহম্মেদ, কার্যকরী সদস্য হিরেন্দ্র নাথ বর্মন, সদস্য আমিনুল ইসলাম, লিটন সরকার প্রমুখ।
সভায় ফুলবাড়ীর সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে সাংবাদিকদের মর্যাদা রক্ষাসহ সুষ্ঠুধারার সাংবাদিকতার পরিবেশ রজায় রাখার জন্য ঐক্যমত পোষণ করা হয়। সুসময় এবং দুঃসময়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে অতিথিরা বলেন, সুসময়ে তো সবাইকেই পাওয়া যায়, কিন্তু দুঃসময়ে আমরা আপনাদের পাশে থেকে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় অঙ্গীকারবদ্ধ। এ সময় বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।