সংবাদ শিরোনাম ::
মাঝরাতে জাহাজে আগুন, নাবিকের মৃত্যু
চট্টগাম ব্যুরো
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের পতেঙ্গায় শুক্রবার (৪ অক্টোবর) মাঝরাতে ‘বাংলার সৌরভ’ নামের একটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। এ ঘটনায় ৪৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও সাগরে ভেসে গিয়ে এক নাবিকের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (৪ অক্টোবর) রাত ১২টা ৫৫মিনিটের দিকে জাহাজটির বহির্নোঙরে থাকা ওয়েল ট্যাংকারে আগুন ধরে যায়। চার ঘণ্টার চেষ্টায় নৌ-বাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। স্পিডবোট দিয়ে জাহাজে থাকা ৪৬ জনকে উদ্ধার করা হয়েছে।
১১ হাজার ৬০০ মেট্রিক টন ক্রুড ওয়েল নিয়ে নোঙরের অপেক্ষায় ছিলো ট্যাংকারটি। ৪ ঘণ্টার চেষ্টায় অবশেষে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।