টাঙ্গাইলে সনাতন সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময়
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে বিএনপির মতবিনিময় সভা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ সেপ্টম্বর) দুপুরে টাঙ্গাইলে আয়োজিত মতহবিচনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নিবার্হী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নিবার্হী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, টাঙ্গাইল পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন ঝন্টু, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার সভাপতি বিপ্লব দত্ত পল্টন, শ্রীশ্রী বড় কালীবাড়ীর সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, শ্রীশ্রী ছোট কালীবাড়ীর সভাপতি সুভাষ সরকার প্রমুখ।
বক্তরা বলেন, এবছর জেলার ১২টি উপজেলায় প্রায় ১২শ’ পূজা ম-পে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। পূজাম-পগুলোতে জেলা বিএনপির উদ্যোগে পৌর ও উপজেলা বিএনপি থেকে বিএনপির স্বেচ্ছাসেবক টিম নিরাপত্তায় নিয়োজিত থাকবে। টিমগুলো জেলার পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে।
মতবিনিময় সভায় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জেলার সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।