সুশান প্রতিষ্ঠায় রাজশাহীতে ওয়াসার মতবিনিময়
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০২:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
রাজশাহী ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) মোঃ নাদিম সারওয়ার বলেছেন, মানুষের সেবা দেওয়া আমাদের দায়িত্ব কর্তব্য। রাজশাহী সিটি কর্পোরেশনের যে জনসাধারণ রয়েছে তারা সবাই ওয়াসার উপরেই নির্ভরশীল। প্রতিনিয়ত ওয়াসা জনগণের জন্য পানি সরবরাহ করে থাকে। কিন্তু এই পানি নিয়ে অনেক সময় জনগণ বিভিন্ন অভিযোগ করে থাকেন। সব অভিযোগগুলো আমলে নিয়ে প্রতিকার করতে হবে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী ওয়াসার আয়োজনে অংশীজনদের সাথে মতবিনিময় সভা ও অভিযোগ প্রতিকার ব্যবস্থার বিষয়ে সেবা গ্রহিতা ও অংশীজনদের অবহিতকরণ সভার আয়োজনে ওয়াসা ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্বের বক্তব্য এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, এরমধ্যে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করে আসছি। আমরা আগামীতে নদী থেকে পানি সংগ্রহ করে বিশুদ্ধকরণের মাধ্যমে রাজশাহী বাসীকে বিশুদ্ধ পানি দিতে পারবো।
এ সময় উপস্থিত ছালেন ওয়াসার সচিব উম্মে কুলসুম, নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল হুদা, মোঃ ইকবাল হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা মেহেদী হাসান, এস্টেট অফিসার আবুল কালাম আজাদ, রেভিনিউ সুপারভাইজার সফিকুল আলমসহ সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি ও এলাকার বিভিন্ন স্থরের ব্যক্তি।