সংবাদ শিরোনাম ::
আন্দোলনে নিহতদের কেন ‘জাতীয় বীর’ ঘোষণা করা হবে না, জানতে চেয়েছেন হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে ১৬ জুলাই থেকে ৫ আগস্টের ঘটনায় নিহতদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এসংক্রান্ত এক রিটের শুনানি শেষে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
একই সাথে আন্দোলনে আহতদের কেন মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করা হবে না এবং ৭১ এর মুক্তিযোদ্ধাদের মতো কেন তাদের আর্থিক সুযোগ সুবিধা দিয়ে পুনর্বাসন করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।
সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন আদালতে রিটের পক্ষে শুনানি করেন। সাথে ছিলেন আইনজীবী মো: রায়হান আলম।
জনস্বার্থে রিটটি করেন ঢাকার ক্যান্টমেন্টের বাসিন্দা মো: আলি নাজির শাহিন।