ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আন্দোলনে গুলিতে চোখের দৃষ্টি হারিয়েছেন ৬৮৫ জন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শুধু চোখে গুলি লেগে দৃষ্টি হারিয়েছেন ৬৮৫ জন। এরমধ্যে ৯২ জনের দুই চোখই নষ্ট হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব ও সমন্বয়ক তারেকুল ইসলাম।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আহত ও শহীদদের তালিকা ও সার্বিক সহযোগিতার বিষয়ে দেয়া সবশেষ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ব্রিফিংয়ে বলা হয়েছে, গত একমাস ধরে বিভিন্ন ভাবে যাচাই-বাছাইয়ের পর পাওয়া সবশেষ তথ্যমতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত হয়েছে এক হাজার ৪২৩ জন। আহত পাওয়া গেছে ২২ হাজার। চিরতরে পঙ্গু বা অঙ্গহানী হয়েছে ৫৮৭ জন। এ সংখ্যা আরও কমতে বা বাড়তে পারে।

এছাড়া, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও সরকার আলাদা আলাদাভাবে শহীদ ও আহতদেরকে ভাতা বা অনুদান প্রদান করবে।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে ৮ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। একইসাথে আহতদের সর্বোচ্চ ৪ লাখ টাকা করে দেয়া হতে পারে। এছাড়াও সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারকে মাসিক ২০ থেকে ৩০ হাজার করে মাসিক ভাতা দেয়া হতে পারে। তবে এসব সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আন্দোলনে গুলিতে চোখের দৃষ্টি হারিয়েছেন ৬৮৫ জন

সংবাদ প্রকাশের সময় : ১১:০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শুধু চোখে গুলি লেগে দৃষ্টি হারিয়েছেন ৬৮৫ জন। এরমধ্যে ৯২ জনের দুই চোখই নষ্ট হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব ও সমন্বয়ক তারেকুল ইসলাম।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আহত ও শহীদদের তালিকা ও সার্বিক সহযোগিতার বিষয়ে দেয়া সবশেষ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ব্রিফিংয়ে বলা হয়েছে, গত একমাস ধরে বিভিন্ন ভাবে যাচাই-বাছাইয়ের পর পাওয়া সবশেষ তথ্যমতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত হয়েছে এক হাজার ৪২৩ জন। আহত পাওয়া গেছে ২২ হাজার। চিরতরে পঙ্গু বা অঙ্গহানী হয়েছে ৫৮৭ জন। এ সংখ্যা আরও কমতে বা বাড়তে পারে।

এছাড়া, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও সরকার আলাদা আলাদাভাবে শহীদ ও আহতদেরকে ভাতা বা অনুদান প্রদান করবে।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে ৮ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। একইসাথে আহতদের সর্বোচ্চ ৪ লাখ টাকা করে দেয়া হতে পারে। এছাড়াও সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারকে মাসিক ২০ থেকে ৩০ হাজার করে মাসিক ভাতা দেয়া হতে পারে। তবে এসব সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।