ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাগরে লঘুচাপের শঙ্কা, বাড়তে পারে বৃষ্টি

বিশেষ প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত দেড় মাসে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে ৫টি লঘু ও নিম্নচাপ তৈরি হয়েছে। এর ফলে দেশের উপকূলসহ বিস্তীর্ণ অংশে বৃষ্টি বেড়েছে। সর্বশেষ নিম্নচাপটি বাংলাদেশের কক্সবাজার উপকূলে প্রবেশ করায় ৪ দিন হয়। এটি দুর্বল হতে না হতে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে আগামী দুই দিন বিরতি দিয়ে দেশে আবারও বৃষ্টি বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাবাসে বলা হয়, আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) থেকে আগামী শুক্রবার পর্যন্ত সারা দেশে বৃষ্টি কমতে পারে। এই সময় উপকূলীয় কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ২১ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে বৃষ্টি বাড়তে পারে। এরপর টানা দুই থেকে তিন দিন আবারও বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা সংবাদমাধ্যমকে বলেন, ২০ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাত কম থাকতে পারে। এরপর বৃষ্টি বেড়ে যেতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়, আগামী কয়েক দিন সিলেট, চট্টগ্রাম, রংপুর,ঢাকা ও খুলনা বিভাগে নদ-নদীর পানি কমে আসতে পারে। অপরদিকে, আগামী ৪ দিন রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়তে পারে। তবে পানি বাড়লেও তা বিপৎসীমার নিচে থাকতে পারে। দেশের বিভিন্ন নদ-নদীর ১১৬টি পয়েন্টের মধ্যে ২৪টিতে পানি বাড়ছে ও বাকিগুলোতে কমছে।

এদিকে, আবহাওয়াবিদেরা বলছেন, শরৎ ঋতু শুরু হয়েছে। বর্ষাকাল বিদায় নিয়েছে। তবে আবহাওয়াবিদদের হিসাবে, বাংলাদেশ ভূখণ্ড থেকে মৌসুমি বায়ু চলে যাওয়ার পর বর্ষাকাল বিদায় নেয়। আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নেবে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে। নভেম্বর থেকে শীত আসতে শুরু করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাগরে লঘুচাপের শঙ্কা, বাড়তে পারে বৃষ্টি

সংবাদ প্রকাশের সময় : ১২:১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

গত দেড় মাসে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে ৫টি লঘু ও নিম্নচাপ তৈরি হয়েছে। এর ফলে দেশের উপকূলসহ বিস্তীর্ণ অংশে বৃষ্টি বেড়েছে। সর্বশেষ নিম্নচাপটি বাংলাদেশের কক্সবাজার উপকূলে প্রবেশ করায় ৪ দিন হয়। এটি দুর্বল হতে না হতে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে আগামী দুই দিন বিরতি দিয়ে দেশে আবারও বৃষ্টি বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাবাসে বলা হয়, আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) থেকে আগামী শুক্রবার পর্যন্ত সারা দেশে বৃষ্টি কমতে পারে। এই সময় উপকূলীয় কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ২১ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে বৃষ্টি বাড়তে পারে। এরপর টানা দুই থেকে তিন দিন আবারও বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা সংবাদমাধ্যমকে বলেন, ২০ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাত কম থাকতে পারে। এরপর বৃষ্টি বেড়ে যেতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়, আগামী কয়েক দিন সিলেট, চট্টগ্রাম, রংপুর,ঢাকা ও খুলনা বিভাগে নদ-নদীর পানি কমে আসতে পারে। অপরদিকে, আগামী ৪ দিন রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়তে পারে। তবে পানি বাড়লেও তা বিপৎসীমার নিচে থাকতে পারে। দেশের বিভিন্ন নদ-নদীর ১১৬টি পয়েন্টের মধ্যে ২৪টিতে পানি বাড়ছে ও বাকিগুলোতে কমছে।

এদিকে, আবহাওয়াবিদেরা বলছেন, শরৎ ঋতু শুরু হয়েছে। বর্ষাকাল বিদায় নিয়েছে। তবে আবহাওয়াবিদদের হিসাবে, বাংলাদেশ ভূখণ্ড থেকে মৌসুমি বায়ু চলে যাওয়ার পর বর্ষাকাল বিদায় নেয়। আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নেবে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে। নভেম্বর থেকে শীত আসতে শুরু করবে।