ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি’র জন্য ফাঁকা মাঠ এমন ভাবার কোন অবকাশ নাই: তারেক রহমান আর যেন দেশ কোন লুটেরাদের রাজত্বে চলে যেতে না পারে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কালব-এর ত্রিবার্ষিক নির্বাচনে চেয়ারম্যান আবুল হাসান, সেক্রেটারি হাসানুজ্জামান নির্বাচিত টাঙ্গাইলে ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম ইমরান হাসান নোয়াখালীতে ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগ রাঙামাটিতে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ মাদকের বিরুদ্ধে অলিখিত জিহাদ ঘোষণা করেছেন যশোরের এসপি জিয়া উদ্দিন চাঁপাইনবাবগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় হামলার অভিযোগ ‘বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করে নির্বাচন’

তিন ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক

বেকয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে সিজন্স ড্রেসেস লিমিটেড কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় তিন ঘণ্টা ধরে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় টঙ্গীর খাঁ পাড়া রোডের মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।

স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ পাড়া এলাকায় অবস্থিত সিজন্স ড্রেসেস লিমিটেড নামক পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক জুলাই মাসের বেতনের দাবিতে সকাল আটটায় কারখানার সামনে খাঁ পাড়া শাখা রোডে বিক্ষোভ করে। পরে সাড়ে নয়টার সময় মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এসে অবরোধ করে বিক্ষোভ করে।

কারখানার মালিক বাহা উদ্দিন চৌধুরী বাকের বলেন, বেতন দেয়া হয়েছে। ব্যাংকিং চ্যানেলে সমস্যার কারণে তারা বেতন হাতে পায়নি। তাই কারখানার শ্রমিকরা সকালে মহাসড়ক অবরোধ করেছে।

গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, সকাল আটটায় প্রথমে শ্রমিকরা কারখানার সামনে রোডে বিক্ষোভ করতে থাকে পরে সাড়ে নয়টার দিকে তারা মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এসে অবরোধ করে বিক্ষোভ করে। এ ঘটনায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। প্রায তিন ঘণ্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

অপরদিকে, বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে গাজীপুরের সারাবো এলাকার বেক্সিমকো টেক্সটাইল, কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় অবস্থিত নায়াগ্রা টেক্সটাইল, মাহমুদ জিন্স, গাজীপুর সদর উপজেলার সিড়ির চালা এলাকায় এক্সিকিউটিভ হাই ফ্যাশন কারখানাসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

বেক্সিমকো টেক্সটাইল কারখানার শ্রমিকেরা গত মাসের বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈর- নবীনগর ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করে অবরোধ করে। এতে প্রায় এক ঘন্টা ওই সড়ক মহাসড়ক দুটিতে যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয়রা জানায় জানায়, মঙ্গলবার সকালে চন্দ্রার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একপাশ অবরোধ করে গত মাসের বকেয়া বেতনের দবিতে বিক্ষোভ করে নায়াগ্রা টেক্সটাইল কারখানার শ্রমিকরা। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে বেতন পরিশোধের বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, কারখানা স্বাভাবিক রাখতে শিল্পপুলিশ মোতায়েন রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের বেক্সিমকো জোনের সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদ জানান, শ্রমিকেরা তাদের বকেয়া বেতনের দাবি নিয়ে ওই দুটি স্থানে সড়কে নামলে দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তিন ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক

বেকয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে সিজন্স ড্রেসেস লিমিটেড কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় তিন ঘণ্টা ধরে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় টঙ্গীর খাঁ পাড়া রোডের মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।

স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ পাড়া এলাকায় অবস্থিত সিজন্স ড্রেসেস লিমিটেড নামক পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক জুলাই মাসের বেতনের দাবিতে সকাল আটটায় কারখানার সামনে খাঁ পাড়া শাখা রোডে বিক্ষোভ করে। পরে সাড়ে নয়টার সময় মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এসে অবরোধ করে বিক্ষোভ করে।

কারখানার মালিক বাহা উদ্দিন চৌধুরী বাকের বলেন, বেতন দেয়া হয়েছে। ব্যাংকিং চ্যানেলে সমস্যার কারণে তারা বেতন হাতে পায়নি। তাই কারখানার শ্রমিকরা সকালে মহাসড়ক অবরোধ করেছে।

গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, সকাল আটটায় প্রথমে শ্রমিকরা কারখানার সামনে রোডে বিক্ষোভ করতে থাকে পরে সাড়ে নয়টার দিকে তারা মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এসে অবরোধ করে বিক্ষোভ করে। এ ঘটনায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। প্রায তিন ঘণ্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

অপরদিকে, বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে গাজীপুরের সারাবো এলাকার বেক্সিমকো টেক্সটাইল, কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় অবস্থিত নায়াগ্রা টেক্সটাইল, মাহমুদ জিন্স, গাজীপুর সদর উপজেলার সিড়ির চালা এলাকায় এক্সিকিউটিভ হাই ফ্যাশন কারখানাসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

বেক্সিমকো টেক্সটাইল কারখানার শ্রমিকেরা গত মাসের বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈর- নবীনগর ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করে অবরোধ করে। এতে প্রায় এক ঘন্টা ওই সড়ক মহাসড়ক দুটিতে যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয়রা জানায় জানায়, মঙ্গলবার সকালে চন্দ্রার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একপাশ অবরোধ করে গত মাসের বকেয়া বেতনের দবিতে বিক্ষোভ করে নায়াগ্রা টেক্সটাইল কারখানার শ্রমিকরা। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে বেতন পরিশোধের বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, কারখানা স্বাভাবিক রাখতে শিল্পপুলিশ মোতায়েন রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের বেক্সিমকো জোনের সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদ জানান, শ্রমিকেরা তাদের বকেয়া বেতনের দাবি নিয়ে ওই দুটি স্থানে সড়কে নামলে দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে যানবাহন চলাচল স্বাভাবিক করে।