বললেন সমন্বয়ক মাহিন
সন্ত্রাসী ও চাঁদাবাজদের শক্ত হাতে প্রতিহত করা হবে
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড এখনো চলমান রয়েছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী নওগাঁ জেলাতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে- এমন তথ্য পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যদি আবারও প্রয়োজন হয় ছাত্রসমাজ একত্র হয়ে এসব সন্ত্রাসী-চাঁদাবাজদের প্রতিহত করবে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে নওগাঁ সদর এটিএন মাঠে গণঅভ্যুত্থানের প্রেরণায় দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে সভায় তিনি এসব কথা বলেন। মাহিন সরকার আরও বলেন রাষ্ট্রৈর কাঠামো সঠিকভাবে পুনর্গঠন করতে না পারলে বিপ্লবের ইতিহাস একটি রাজনৈতিক দখল করে নেবে। ইতোমধ্যে একটি দল তাদের সঙ্গে আপস করার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এছাড়াও আমাদের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ছাত্রসমাজ কখনোই অন্যায়ের সঙ্গে আপস করবে না। ফ্যাসিস্টদের সকল পথ রুদ্ধ করে দেওয়া হবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা শত শত মানুষকে গুম করেছিলেন। আয়নাঘরে রেখে নির্যাতন করেছেন। এখনো অনেকে গুম হয়ে আছেন। এই ঘটনাগুলোর মূল কারণ তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো। এমন ঘটনার আর পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই দায়িত্ব ছাত্রজনতার। ফ্যাসিস্ট হাসিনার মতো আর কোনো হাসিনা যাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না আসে ঐক্যবদ্ধভাবে তা রুখে দিতে হবে ছাত্র-জনতাকে।