ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত সিরিজে মাঠে থাকছেন তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সবশেষ জাতীয় দলের জার্সি গায়ে ২০২৩ সালের সেপ্টেম্বরে ওয়ানডেতে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ গজ মাতিয়েছিলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ২০২২ সালে অবসর নিলেও শেষ ম্যাচটি খেলেন ২০২০ সালে।

বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেয়ার পর তামিম ইকবালকে আবারও ২২ গজে দেখার ইচ্ছা পোষণ করে তিনি বলেন, আমার ব্যক্তিগত মত, তামিম ইচ্ছা করলে আরও দুই-তিন বছর খেলতে পারে। আমি চাই সে ক্রিকেট খেলুক।

তবে গুঞ্জন বিসিবির পরিচালক হিসেবে যোগ দিতে যাচ্ছেন তিনি। যদিও এখনো কোনো এ নিয়ে মুখ খোলেনি তামিম।
তবে এবার দলের সাথে একই স্টেডিয়ামে দেখা যাবে তামিম ইকবালকে। সাকিব-মুশফিকরা যখন ২২ গজ মাতাবেন তখন তামিম তাদের হয়ে কমেন্ট্রি বক্স মাতাবেন।

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষে অনেকেই কোচিং কিংবা ধারাভাষ্যকার পেশায় জড়িয়ে যান। তেমনই ইচ্ছা দেখা গেছে তামিমের মধ্যেও। এরমধ্যে দেশীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এ ব্যাটার ধারাভাষ্যকার হিসেবে প্রশংসা কুড়িয়েছেন। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে সাবেক এ অধিনায়ককে মাইক্রোফোন হাতে ধারাভাষ্য দিতে দেখা গেছে।

এবার আন্তর্জাতিক মঞ্চেও ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হচ্ছে এই ওপেনারের। ভারতের বিপক্ষে আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্য কক্ষে থাকছেন তিনি। জানা গেছে, দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের ধারাভাষ্য দেবেন তামিম।

এর আগে, ২০২২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তামিমের ধারাভাষ্যে অভিষেক ঘটে। তবে আন্তর্জাতিক পর্যায়ে প্রথম ধারাভাষ্য দেন গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে। সেবার মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে তার বিশ্লেষণ দর্শকদের প্রশংসা কুড়ায়।

এবার, ভারত সিরিজে বাংলাদেশের হয়ে ধারাভাষ্যকার হিসেবে অভিজ্ঞ আতহার আলী খানের সাথে থাকবেন তামিম। ভারতের পক্ষে থাকবেন হার্শা ভোগলে, দীপ দাশগুপ্ত এবং মুরালি কার্তিক।

উল্লেখ্য, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ দল রোববার (১৫ সেপ্টেম্বর) ভারতের উদ্দেশ্যে রওনা দেবে। সেখানে তারা দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশ-ভারত সিরিজে মাঠে থাকছেন তামিম ইকবাল

সংবাদ প্রকাশের সময় : ০৩:১৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

সবশেষ জাতীয় দলের জার্সি গায়ে ২০২৩ সালের সেপ্টেম্বরে ওয়ানডেতে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ গজ মাতিয়েছিলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ২০২২ সালে অবসর নিলেও শেষ ম্যাচটি খেলেন ২০২০ সালে।

বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেয়ার পর তামিম ইকবালকে আবারও ২২ গজে দেখার ইচ্ছা পোষণ করে তিনি বলেন, আমার ব্যক্তিগত মত, তামিম ইচ্ছা করলে আরও দুই-তিন বছর খেলতে পারে। আমি চাই সে ক্রিকেট খেলুক।

তবে গুঞ্জন বিসিবির পরিচালক হিসেবে যোগ দিতে যাচ্ছেন তিনি। যদিও এখনো কোনো এ নিয়ে মুখ খোলেনি তামিম।
তবে এবার দলের সাথে একই স্টেডিয়ামে দেখা যাবে তামিম ইকবালকে। সাকিব-মুশফিকরা যখন ২২ গজ মাতাবেন তখন তামিম তাদের হয়ে কমেন্ট্রি বক্স মাতাবেন।

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষে অনেকেই কোচিং কিংবা ধারাভাষ্যকার পেশায় জড়িয়ে যান। তেমনই ইচ্ছা দেখা গেছে তামিমের মধ্যেও। এরমধ্যে দেশীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এ ব্যাটার ধারাভাষ্যকার হিসেবে প্রশংসা কুড়িয়েছেন। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে সাবেক এ অধিনায়ককে মাইক্রোফোন হাতে ধারাভাষ্য দিতে দেখা গেছে।

এবার আন্তর্জাতিক মঞ্চেও ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হচ্ছে এই ওপেনারের। ভারতের বিপক্ষে আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্য কক্ষে থাকছেন তিনি। জানা গেছে, দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের ধারাভাষ্য দেবেন তামিম।

এর আগে, ২০২২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তামিমের ধারাভাষ্যে অভিষেক ঘটে। তবে আন্তর্জাতিক পর্যায়ে প্রথম ধারাভাষ্য দেন গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে। সেবার মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে তার বিশ্লেষণ দর্শকদের প্রশংসা কুড়ায়।

এবার, ভারত সিরিজে বাংলাদেশের হয়ে ধারাভাষ্যকার হিসেবে অভিজ্ঞ আতহার আলী খানের সাথে থাকবেন তামিম। ভারতের পক্ষে থাকবেন হার্শা ভোগলে, দীপ দাশগুপ্ত এবং মুরালি কার্তিক।

উল্লেখ্য, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ দল রোববার (১৫ সেপ্টেম্বর) ভারতের উদ্দেশ্যে রওনা দেবে। সেখানে তারা দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।