সংবাদ শিরোনাম ::
আন্দোলনে শহীদদের স্মরণে সভা, ব্যয় ৫ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
চলতি বছরের জুলাই-আগস্ট মাসে সরকারি চাকরিতে কোটাসংস্কার ও পরবর্তী সময়ে সরকার পতনের আন্দোলনে শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত হবে। চলতি মাসের ১৪ তারিখ এই সভা হবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এই সভায় খরচ হবে পাঁচ কোটি টাকা। এ সংক্রান্ত ক্রয় পদ্ধতির কাজ অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
তিনি আরও বলেন, অনুষ্ঠানে কারা অতিথি হবেন, তা ঠিক করবেন উপদেষ্টা পরিষদে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।