জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলির সভাপতিত্বে সোমবার (৯ সেপ্টেন্বর) সকালে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামালের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মাওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামস্ মতিন, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জিয়া পরিষদের আহ্বায়ক আমিনুর রহমান বকুল, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বনি রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা খানম রূপালী সহ শ্রমিক দল ছাত্রদল যুবদল ও জেলা মহিলা দলের বিভিন্ন থানা থেকে আগত নেতাকর্মী ও সমর্থক বৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে মহিলা দলের সব নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, ২০২৪ সালের ৫ই আগস্টে অর্জিত স্বাধীনতার পরে কিছু কচক্রী মহল বিএনপির নাম ধরে অপকর্ম চালানোর চেষ্টা করছে। এই অপকর্ম এবং অপপ্রচার প্রতিরোধে একজোট হয়ে সবাইকে কাজ করতে হবে। বিএনপি গণমানুষের দল এর ভাবমূর্তি ক্ষুণ্ন হতে দেওয়া হবে না।