বললেন শিশির মনির
আইনজীবীদের ন্যায় ও সততার সাথে কাজ করতে হবে
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট শিশির মুহাম্মদ মনির বলেছেন, সমাজের সব ধরনের মানুষের আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে। তাই একজন আইনজীবী হিসেবে নিরপেক্ষ থেকে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
৮ সেপ্টেম্বর ( রবিবার) শহরের পার্কভিউ রেস্টুরেন্টেবাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল যশোর জেলা শাখার আয়োজনে এক সাধারণ সভায় প্রধান মেহমানের বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরোও বলেন, এখন আইনজীবীরা দুই ভাগে বিভক্ত হয়েছে। যারা সত্যকে সত্য বলতে পারেনা মিথ্যাকে মিথ্যা বলতে পারে না। এ কারণে সাধারণ মানুষ আইনজীবীদের কাছে এসে থেকে অনেক সময় বঞ্চিত হয়। একজন আইনজীবের ভিতরে স্বাধীন সত্তা না থাকার কারণেই এ সমস্যাটা হয়। তাই একজন আইনজীবীকে সব সময় ন্যায় ও সততার মাধ্যমে কাজ করতে হবে।
সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর শহর সাংগঠনিক জেলার আমীর অধ্যাপক গোলাম রসুল।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোর জেলার সভাপতি অ্যাডভোকেট ইমামুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর শহর সাংগঠনিক জেলা পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশীদুজ্জামান রতন।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোর্ত্তজা ছোট, অ্যাডভোকেট গাজী এনামুল হক,যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতিঅ্যাডভোকেট আব্দুল লতিফ। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট ওজিউর রহমান।