গাইবান্ধায় বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলা বিএনপির নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক এতে সভাপতিত্ব করেন। বর্ধিত সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন -সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, আব্দুল আউয়াল আরজু, আব্দুল মোন্নাফ আলমগীর, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম, ড্যাব জেলা সভাপতি আ.খ.ম. আসাদুজ্জামান সাজু, অ্যাড. সেকেন্দার আজম আনাম, জেলা শ্রমিক দলের সভাপতি কাজী আমিরম্নল ইসলাম ফকু, জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী, জেলা জাতীয়তাবাদী মৎস্য দলের সভাপতি শামীম আহমেদ পলাশ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের নেতাকর্মীরা যেকোনো মূল্যে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি কোনো মানুষের প্রতি কোনো ধরণের অন্যায় হলে তা প্রতিরোধ করতে নেতাকর্মীদের আহবান জানিয়েছেন।
বক্তারা আরও বলেন, তারেক রহমান ইতিপূর্বে ভার্চুয়ালি যুক্ত থেকে এসব নির্দেশনা দিয়েছেন। নেতৃবৃন্দ জানান, সংখ্যালঘুরা যাতে কোনোভাবেই লাঞ্ছিত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দলমত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করতে হবে।