কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত
৫১ দিন পর কবর থেকে শিক্ষার্থী তাহিরের মরদেহ উত্তোলন
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪১:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ঢাকার সিরামিক ইন্সটিটিউটের শিক্ষার্থী নিহত আব্দুল্লাহ আল তাহিরের মরদেহ ৫১ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) তার মরদেহ উত্তোলন করা হয়।
আদালতের নির্দ্দেশে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নিহত শিক্ষার্থী তাহিরের মরদেহের ময়নাতদন্ত করার জন্য দুপুরে রংপুর নগরীর শালবন মিস্ত্রিপাড়া কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষে নির্বাহি ম্যাজিষ্ট্রেট প্রত্যয় হাশেম সহ সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তা সহ এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলা কালে রংপুর নগরীর জুম্মাপাড়া মহল্লার আব্দুর রহমানের ছেলে বাংলাদেশ ইন্সটিটিউট অব গ্লাস এন্ড সিরামিক ইন্সটিটিউটের শিক্ষার্থী আব্দুল্লা তাহির রংপুর নগরীর সিটি বাজার এলাকায় বিক্ষোভ করার সময় পুলিশ নির্বচিারে গুলি বর্ষন করে। এতে শিক্ষার্থী তাহির ঘটনা স্থলেই নিহত হয়। পরে স্বজন ও এলাকাবাসি লাশ উদ্ধার করে ময়না তদন্ত ছাড়াই দাফন করে।
এ ঘটনায় নিহত তাহিরের বাবা আব্দুর রহমান বাদী হয়ে রংপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করে। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা , আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের সহ ৬৪ জনকে আসামী করা হয়।
এ ব্যাপারে নির্বাহি ম্যাজিষ্ট্রেট প্রত্যয় হাশেম জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্তী তাহিরের মরদেহ সে সময় ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়। যেহেতু এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলাটি তদন্তের স্বার্থে পুলিশ ময়না তদন্ত করার জন্য শিক্ষার্তী নিহত তাহিরের মরদেহ কবর থেকে উত্তোলন করার জন্য আদালতে আবেদন করে। আদালত মরদেহ কবর থেকে উত্তোলন করার জন্য নির্দ্দেশ দেয়। এরই পরিপ্রেক্ষিতে রোববার কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়না তদন্তের জন্য উত্তোলন করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, বিকেলে নিহত শিক্ষার্থী তাহিরের ময়না তদন্ত সম্পন্ন হবার পর আবারো তার মরদেহ দাফন করা হয়েছে।