আদালতে হিরো আলমকে কান ধরে উঠ-বস
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
আলোচিত ইউটিউবার আশরাফুল আলম হিরো ওরফে হিরো আলমের উপর রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার আদালত চত্বরে হামলা হয়েছে। তাকে মারপিট ও কান ধরে ওঠবস করানো হয়। হামলার জন্য হিরো আলম বিএনপি কর্মীদের দায়ি করে সাংবাদিকদের বক্তব্য দিয়েছেন।
তবে বগুড়া জেলা বিএনপি জানিয়েছে তাদের দলের কেউ এধরনের ঘটনার সঙ্গে জড়িত নন। দুপুরে বগুড়া চীফ জুডিসিয়াল আদালতে হিরো আলম মামলা করতে আসেন। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন ও পরে একই আসনে উপ নির্বাচনের সময় কারচুপির ও প্রচারের সময় তাকে মারপিটের অভিযোগে তিনি মামলা করেন।
মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বগুড়া- ৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালসহ ৩৯ জনকে অভিুযুক্ত করা হয় বলে হিরো আলম জনান। এই মামলার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার প্রস্তুতি নেয়ার সময় আদালত চত্বরে হঠাৎ হিরো আলম হামলার শিকার হন। বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কৃটক্তি করার অভিযোগ এনে তার ওপর হামলা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারী যুবকরা হিরো আলমকে চ্যাংদোলা করে আদালত চত্বরের বাইরে নিয়ে মারপিট ও কানধরে ওঠবস করান।
হিরো আলম তার ওপর হামলাকে হত্যাচেস্টা হিসাবে উল্লেখ করে বলেন আদালত চত্বরে তার ওপর প্রকাশ্যে হামলা করা হয়েছে। তিনি জানান তিনি কখনো বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুটক্তি করেননি। ডিবি হারুন তাকে ও তার পরিবারকে ট্রাপে ফেলে কেবল রুহুল কবির রেজভীর বিরুদ্ধে মামলা করিয়েছিলেন। আদালত চত্বরে প্রকাশ্যে তাকে মারপিট করার জন্য বিএনপি’র বিরুদ্ধে অভিযোগ এনে বলেন কেন তার ওপর হামলা করা হলো এর বিচার দেশবাসীর ওপর দিলেন।
এদিকে এ বিষয়ে বগুড়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আজগর হেনা জানান, বিএনপি’র কারো রুচির দুর্ভিক্ষ হয়নি যে হিরো আলমের ওপর হামলা করতে হবে। বিএনপি যুবদল ছাত্রদলসহ বিএনপি’র কোন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এর সঙ্গে জড়িত নন। তিনি জানান হিরো আলমকেই প্রমান করতে হবে কারা তার ওপর হামলা করেছে। বগুড়ার সদর থানার ওসি সাইহান ওয়ালিউল্লাহ জানিয়েছেন হিরো আলমের ওপর হামলার ঘটনায় সদর থানায় বিকাল পর্যন্ত কেউ অভিযোগ করেননি।