কারামুক্ত টিএস আইউবকে গণসম্বর্ধণা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৫:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
চার মাস কারাভোগের পর মুক্ত হয়ে নিজ এলাকা যশোরের বাঘারপাড়ায় হাজারো নেতা-কর্মীর ভালোবাসায় সিক্ত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইউব।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে তিনি ঢাকা থেকে বাঘারপাড়া উপজেলা শহরের চৌরাস্তায় গণসংবর্ধণা মঞ্চে পৌঁছান। সংবর্ধণা মঞ্চে যাওয়ার পথে হাজার হাজার নেতা-কর্মী মোটরসাইকেল শোভাযাত্রা ও ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান।
বাঘারপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধণা অনুষ্ঠানে টিএস আইউব প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
এ সময় তিনি বলেন, সংকটকালে যারা বিএনপি ছেড়ে গিয়েছিল, তারা এখন দলের সামনের সারিতে এসে নানা অপকর্ম করে দলের ভাবমূর্তি নষ্টের পায়তারা করছে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং দলে জায়গা দেয়া যাবে না।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আবদুল হাই মনা, বাঘারপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী প্রমুখ।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল ঢাকার সিনিয়র জজ আদালতে হাজিরা দিতে গেলে কোন কারণ ছাড়াই আদালত তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন।