ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক হুইপ স্বপনের বিরুদ্ধে গুলিবিদ্ধ শিক্ষার্থীর মামলা

সুজন কুমার মন্ডল ,জয়পুরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক হুইপ ও জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সাবেক এমপি সামছুল আলম দুদুর নামে মামলা দায়ের করা হয়েছে। ছাত্র-আন্দোলন চলাকালে হামলা, হত্যার উদ্দেশ্যে মারধর ও গুলির অভিযোগে এই মামলা করেন এক শিক্ষার্থী।

মামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ আরও ১৮৮ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে শিক্ষার্থী রিমন হোসেন বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১৯০ জনের নাম উল্লেখ ছাড়া আরও ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুরে রিমন অন্য শিক্ষার্থীদের সঙ্গে শহরের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। এসময় আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সামছুল আলম দুদুর নেতৃত্বে অন্য আসামিরা ছাত্র-আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায়। সেখানে আব্দুর রহিম নামের এক আসামির গুলিতে রিমন গুলিবিদ্ধ হন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, শিক্ষার্থী রিমন হোসেন বাদী হয়ে ১৯০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলাটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাবেক হুইপ স্বপনের বিরুদ্ধে গুলিবিদ্ধ শিক্ষার্থীর মামলা

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

সাবেক হুইপ ও জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সাবেক এমপি সামছুল আলম দুদুর নামে মামলা দায়ের করা হয়েছে। ছাত্র-আন্দোলন চলাকালে হামলা, হত্যার উদ্দেশ্যে মারধর ও গুলির অভিযোগে এই মামলা করেন এক শিক্ষার্থী।

মামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ আরও ১৮৮ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে শিক্ষার্থী রিমন হোসেন বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১৯০ জনের নাম উল্লেখ ছাড়া আরও ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুরে রিমন অন্য শিক্ষার্থীদের সঙ্গে শহরের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। এসময় আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সামছুল আলম দুদুর নেতৃত্বে অন্য আসামিরা ছাত্র-আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায়। সেখানে আব্দুর রহিম নামের এক আসামির গুলিতে রিমন গুলিবিদ্ধ হন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, শিক্ষার্থী রিমন হোসেন বাদী হয়ে ১৯০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলাটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।