কর্মচারিদের জিম্মি করে শিকদার পাওয়ার প্যাকে লুটপাট
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
জামালপুরে শিকদার গ্রুপের পাওয়ার প্যাক মতিয়ারা লুট হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে ২২ জন নিরাপত্তা কর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে মালামাল লুট করা হয়।
পরদিন দুপুরের দিকে বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার মোহাম্মদ আলমগীর হোসেন জানান, সন্ধ্যার পর নিরাপত্ত্বাকর্মীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারিদেরও জিম্মি করে হাত-পা- চোখ বেঁধে নির্বিঘ্নে কারখানার শত কোটি টাকার মালামাল লুটে নেয়। রাতভর লুটতরাজকালে সিসি ক্যামেরা পর্যন্ত লুট করেছে।
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, প্রায় ৮শ কোটি টাকা ব্যায়ে নির্মিত শিকদার গ্রুপের ১শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন কেন্দ্র পাওয়ার প্যাক মতিয়ারায় গত ২০১৬ সালের ২৭ নভেম্বর বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ১ মার্চ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি উদ্বোধন করেন। জ্বালানী সংকটে গত ২০২২ সালে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ফার্নেস ওয়েল ব্যবহার করে উৎপাদনে থাকা বিদ্যুৎ কেন্দ্রটির গ্যাস ব্যবহারের অনুমতিও ছিলো।