সংবাদ শিরোনাম ::
সাবেক মন্ত্রী শাহজাহান খান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহজাহান খানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শাহজাহান খানকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এ ব্যাপারে পরে কিছুই জানায়নি আইনশৃঙ্খলাবাহিনী।
উল্লেখ্য, শাহজাহান খান মাদারীপুর-২ আসন থেকে টানা ৮ বার এমপি নির্বাচিত হন। এছাড়া বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি তিনি।