সংবাদ শিরোনাম ::
আত্মগোপনে থেকেই জমি বিক্রি করলেন নাঈমুল ইসলাম খান
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে থেকেই জমি বিক্রি করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব সাংবাদিক নাঈমুল ইসলাম খান।
এরমধ্যে তার বিরুদ্ধে রাজধানী ঢাকা, বগুড়া ও রংপুরে হত্যা মামলা দায়ের হয়েছে। নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী-সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত করেছে বিএফআইইউ।
তবে এরমধ্যে কমিশনের মাধ্যমে সাফ কবালা দলিল করে জমি বিক্রি করেছেন নাঈমুল ইসলাম খান।
সূত্রমতে, বুধবার (৪ সেপ্টেম্বর) ও গত রোববার তিনি কুমিল্লার কান্দিরপাড় মৌজার বাগিচাগাঁও এলাকায় জমি বিক্রি করেন। একটি অংশের পরিমাণ এক দশমিক ৭৫ শতাংশ ও অন্যটির পরিমাণ দুই শতাংশ।
কুমিল্লা সদর ভূমি অফিসের সহকারী খোসনেহার সংবাদমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেন।