ঢাকা ০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে যুবদলের সভায় নুরুল ইসলাম

দলে অনুপ্রবেশকারীদের ঠাঁই হবেনা

সোহরাব হোসনে সৌরভ, রাজশাহী
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বাংলাদেশকে স্বৈরাচারী শেখ হাসিনার কবল থেকে ছাত্র-জনতা গত ৫ আগস্ট রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে স্বাধীন করেছে। এই স্বাধীন দেশে আর কোনভাইে বাকশালীদের ঠাঁই দেয়া হবেনা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে যুবদলের রাজশাহী বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বিএনপি বা কোন দলই এখন ক্ষমতায় নাই। দেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার। এই সুযোগে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন করতে আওয়ামী দোসরা অনুপবেশ করে জনগণের জানমালের ক্ষতি করবে। এরমধ্যে তারা এই সুযোগ নিতে শুরু করেছে। ঢাকাতে যুবদল, ছাত্রদল ও মুলদলের নাম করে বিভিন্ন বাড়িতে হামলা, জবরদখল ও চাঁদাবাজী শুরু করেছে। খবর পেয়ে সরেজমিনে ঘটনাস্থলে গেলে দেখা যাচ্ছে হয় যুবলীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা, তারা বিএনপি’র নাম ভাঙ্গিয়ে এই সুযোগ নিচ্ছে। এদের প্রতিহত করতে হবে। সেইসাথে দলে কোনভাবেই বহিরাগতদের ঠাঁই না দেয়ার জন্য বিভাগীয় যুবদলের নেতৃবৃন্দদের আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ গঠন করতে হবে। এ লক্ষ নিয়ে জনগণের পাশে আগের ন্যায় থাকবে হবে। জনগণের সমস্যাগুলো দেখতে হবে। কেউযেন জনগণকে হয়রানী করতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য স্থানীয় নেৃতৃবৃন্দদের নির্দেশ দেন তিনি।

যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিতে এবং সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সাবেক রাজশাহী মহানগরের আহবায়ক আব্দুল কাদের বকুল, রাজশাহী জেলা যুবদলের আহŸায়ক মাসুদুর রহমান সজন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল সরকার ডিকো ও সদস্য সচিব রেজাউল করিম টুটুল, বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও সদস্য সচিব আনিসুর রহমান আনিস, পাবনা জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহম্মেদ হিমেল ও সদস্য সচিব মনির আহম্মেদ, জয়পুর হাট জেলা যুবদলে আহবায়ক এ.টি.এম শাহনেয়াজ কবীর শুভ্র, সিনিয়র যুগ্ম আহŸায়ক আবু রায়হান উজ্জল ও সদস্য সচিব আদনান হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসমাম তারিক ও সদস্য সচিব গোলাম কিবরিয়া, সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মীর্জা আব্দুল জব্বার বাবু ও সদস্য সচিব মুরাদুজ্জামান মুরাদ, নওগাঁ জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু ও সিনিয়র যুগ্ম আহŸায়ক একেএম রওশন-উল ইসলাম এবং সদস্য সচিব রুহুল আমিন মুক্তার।

এছাড়াও রাজশাহী বিভাগীয় যুবদলের বিভিন্ন থানা, উপজেলা ও পৌরসভা এবং রাজশাহী মহানগর ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সদস্যগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, কোটা বৈষম্য আন্দোলনে নিহত সকল ব্যক্তির রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজশাহীতে যুবদলের সভায় নুরুল ইসলাম

দলে অনুপ্রবেশকারীদের ঠাঁই হবেনা

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪

যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বাংলাদেশকে স্বৈরাচারী শেখ হাসিনার কবল থেকে ছাত্র-জনতা গত ৫ আগস্ট রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে স্বাধীন করেছে। এই স্বাধীন দেশে আর কোনভাইে বাকশালীদের ঠাঁই দেয়া হবেনা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে যুবদলের রাজশাহী বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বিএনপি বা কোন দলই এখন ক্ষমতায় নাই। দেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার। এই সুযোগে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন করতে আওয়ামী দোসরা অনুপবেশ করে জনগণের জানমালের ক্ষতি করবে। এরমধ্যে তারা এই সুযোগ নিতে শুরু করেছে। ঢাকাতে যুবদল, ছাত্রদল ও মুলদলের নাম করে বিভিন্ন বাড়িতে হামলা, জবরদখল ও চাঁদাবাজী শুরু করেছে। খবর পেয়ে সরেজমিনে ঘটনাস্থলে গেলে দেখা যাচ্ছে হয় যুবলীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা, তারা বিএনপি’র নাম ভাঙ্গিয়ে এই সুযোগ নিচ্ছে। এদের প্রতিহত করতে হবে। সেইসাথে দলে কোনভাবেই বহিরাগতদের ঠাঁই না দেয়ার জন্য বিভাগীয় যুবদলের নেতৃবৃন্দদের আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ গঠন করতে হবে। এ লক্ষ নিয়ে জনগণের পাশে আগের ন্যায় থাকবে হবে। জনগণের সমস্যাগুলো দেখতে হবে। কেউযেন জনগণকে হয়রানী করতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য স্থানীয় নেৃতৃবৃন্দদের নির্দেশ দেন তিনি।

যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিতে এবং সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সাবেক রাজশাহী মহানগরের আহবায়ক আব্দুল কাদের বকুল, রাজশাহী জেলা যুবদলের আহŸায়ক মাসুদুর রহমান সজন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল সরকার ডিকো ও সদস্য সচিব রেজাউল করিম টুটুল, বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও সদস্য সচিব আনিসুর রহমান আনিস, পাবনা জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহম্মেদ হিমেল ও সদস্য সচিব মনির আহম্মেদ, জয়পুর হাট জেলা যুবদলে আহবায়ক এ.টি.এম শাহনেয়াজ কবীর শুভ্র, সিনিয়র যুগ্ম আহŸায়ক আবু রায়হান উজ্জল ও সদস্য সচিব আদনান হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসমাম তারিক ও সদস্য সচিব গোলাম কিবরিয়া, সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মীর্জা আব্দুল জব্বার বাবু ও সদস্য সচিব মুরাদুজ্জামান মুরাদ, নওগাঁ জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু ও সিনিয়র যুগ্ম আহŸায়ক একেএম রওশন-উল ইসলাম এবং সদস্য সচিব রুহুল আমিন মুক্তার।

এছাড়াও রাজশাহী বিভাগীয় যুবদলের বিভিন্ন থানা, উপজেলা ও পৌরসভা এবং রাজশাহী মহানগর ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সদস্যগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, কোটা বৈষম্য আন্দোলনে নিহত সকল ব্যক্তির রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম।