সংবাদ শিরোনাম ::
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে যৌথ অভিযান চালানো হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসারের সাক্ষরিত এক প্রেস বিঞ্জপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৫ আগস্ট (সোমবার) শেখ হাসিনার পতনের পর থেকেই দেশে তৈরি হয় অরাজক পরিস্থিতি। এ সময় বিভিন্ন থানায় লুটের ঘটনা ঘটে। লুট করে নিয়ে যাওয়া হয় আগ্নেয়াস্ত্র। এরমাঝে কিছু অস্ত্র উদ্ধারও হয়েছে। তবে, এখনও অনেক আগ্নেয়াস্ত্র রয়ে গেছে বাইরে। যা যে কোনো সময় আইন-শৃঙ্খলা অবনতির কারণ হতে পারে।
যৌথ বাহিনীর অভিযানে লুট হওয়া অস্ত্র যেমন উদ্ধারে গুরুত্ব দেওয়া হবে, তেমনি ছাত্র আন্দোলনের সময় ব্যবহৃত অবৈধ অস্ত্রেরও সন্ধান করা হবে। একই সাথে কারা এসব অস্ত্রের যোগানদাতা, খোঁজা হবে তাদেরও।