সংবাদ শিরোনাম ::
গণহত্যা তদন্তে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে জাতিসংঘ প্রতিনিধি দলের সাক্ষাত
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলমের সাথে সাক্ষাত করেছে জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেনের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার (২৭ আগস্ট) সচিবালয়ে তারা এ সাক্ষাত করেন।
সাক্ষাত শেষে রোরি মুঙ্গোভেন সাংবাদিকদের জানান, গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত নৃশংসতা তদন্তের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। অভিযোগের সত্যানুসন্ধান/ফ্যাক্টফাইন্ডিং ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। সরকার, শিক্ষার্থী, সাধারণ জনগণ সবাই সহযোগিতা করছে।
উল্লেখ্য, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে ২১ আগস্ট ঢাকায় আসেন জাতিসংঘের একটি ৩ সদস্যের প্রতিনিধি দল। ওই দিন মধ্যরাতে ঢাকা পৌঁছায় প্রতিনিধি দলটি।