মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2621440;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 40;
রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।
শনিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা সুজনের ব্যানারে ঘন্টা ব্যাপি মানববন্ধনের আয়োজন করা হয়। এতে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সুজন জেলা সভাপতি আসলাম কবীর, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাংবাদিক সামশুল ইসলাম টুকু, ডাবলু কুমার ঘোষ, একেএস রোকন, ডা. আব্দুস সামাদ, অ্যাডভোকেট ইসাহাক আলী, জমশেদ আলী, নূরে আলম সিদ্দিকী আসাদ, রুবেল আহমেদ, মাহিন খান, শেখ নাসিম, আব্দুল্লাহ আল মারুফ প্রমূখ।
বক্তারা রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবি বাস্তবায়নে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।