বন্যায় ৮ জেলায় ক্ষতিগ্রস্ত ২৯ লাখেরও বেশি মানুষ
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
ভয়াবহ বন্যায় দেশের ৮ জেলায় অন্তত ২৯ লাখ ৪ হাজার ৯৬৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই জন মারা গেছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।
তিনি জানান, এই পর্যন্ত এক হাজার ৫৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৭৫ হাজারের বেশি মানুষ।
এদিকে বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, সাতটি নদীর ১৪টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর প্রবাহিত হচ্ছে। ১২ ঘণ্টায় নদ নদীর পানি স্থিতাবস্থা থাকতে পারে।
এদিকে, ভয়াবহ বন্যায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়াতে হটলাইন নম্বর চালু করেছে ফায়ার সার্ভিস। বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানায়, বন্যাকবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ‘১০২’ তে কল করলে কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে যাবে।
এছাড়া, কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের নিয়মিত ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫, মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের নম্বর ০১৭১৩-০৩৮১৮১। এছাড়া জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এ কল করেও ফায়ার সার্ভিসের সেবা নেয়া যাবে।
বন্যাকবলিত এলাকার মানুষের জন্য ফ্রি টকটাইম এবং ইন্টারনেট সুবিধার কথা ঘোষণা দিয়েছে দেশের মোবাইল অপারেটররা। এদিকে, বন্যাকবলিত এলাকায় ইন্টারনেট সেবা ফ্রি করে দেয়ার জন্য কাজ করছেন তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।
বুধবার (২১ আগস্ট) রাতে গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং এয়ারটেল এর পক্ষ থেকে ফ্রি মিনিট-ইন্টারনেট দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
গ্রামীণফোন জানিয়েছে, বন্যাকবলিত মানুষের পাশে আমরা সবাই আছি । ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বন্যাকবলিত এলাকায় সবার যোগাযোগ রক্ষায় ১০ মিনিট ও ৫০০ এমবি ফ্রি দেয়া হয়েছে। মেয়াদ দেয়া হয়েছে তিনদিন। এটি পাওয়ার জন্য গ্রামীণফোন গ্রাহকদের ডায়াল করতে হবে ১২১৫০৫০#।
বাংলালিংক এই সু্বিধা দিয়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার মানুষদের জন্য। অফারটি বন্যাকবলিত এলাকার নির্দিষ্ট গ্রাহকদের জন্য প্রযোজ্য। এসব বাংলালিংক গ্রাহকরা তিদিন মেয়াদে ১০ মিনিট ও ৫০০ এমবি পাবেন। সেজন্য বাংলালিংক গ্রাহকদের ডায়াল করতে হবে ১২১৯০০*৩#।
রবি বন্যায় দুর্গতদের পাশে থাকার ঘোষণা দিয়েছে। তারাও তিনদিন মেয়াদে ফ্রি দিয়েছে ২০ মিনিট ও ২৫০ এমবি ইন্টারনেট। এই অফারটি একবারই উপভোগ করা যাবে। সেজন্য রবি গ্রাহকদের ডায়াল করতে হবে ২১২১#।
বন্যায় কবলিতদের পাশে থাকার ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা লিমিটেডের ব্র্যান্ড এয়ারটেল। তারাও তিনদিন মেয়াদে বিনামূল্যে ২০ মিনিট ও ২৫০ এমবি ইন্টারনেট সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে। তবে এই অফারটি গ্রাহকরা নিতে পারবেন একবারই। সেজন্য ডায়াল করতে হবে ২১২১#।