ঢাকা ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

 রাজশাহী রেঞ্জ ডিআইজি আনিসসহ ৪৮ জনের নামে মামলা 

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৬:১১ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মণিরামপুরের জয়পুর গ্রামের পল্লী চিকিৎসক বজলুর রহমান ও আনিসুর রহমানকে বিচার বর্হিরভূত হত্যার ঘটনায় যশোরে সাবেক পুলিশ সুপার ও বর্তমান রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমানসহ ৪৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

বুধবার নিহত পল্লী চিকিৎসক বজলুর রহমানের স্ত্রী রেশমা বেগম ও  নিহত আনিসুর রহমানের ভাই মুনছুর আলী বাদী হয়ে এ মামলা করেছেন। মণিরামপুর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগ দুইটি গ্রহন করে আদেশের জন্য রেখে দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এমএ গফুর ও শহীদ মো. ইকবাল হোসেন।

পল্লী চিকিকৎসক বজলুর রহমান হত্যার মামলার অপর আসামিরা হলো, মণিরামপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্যা খবির আহমেদ, এসআই তাসমীম আহমেদ, এসআই শাহীন, দত্তকোনা গ্রামের মৃত হাতেম আলী মালীর ছেলে কাজী মাহামুদুল হাসান, হাকোবা গ্রামরে আনিচুর রহমান, হাজরাকাটি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শহিদুল ইসলাম শাহিন।

আনিসুর রহমান হত্যা মামলার অপর আসামিরা হলো, মণিরামপুর থানার তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আজম, এসআই হিরন, হাকোবা গ্রামের গোলাম ড্রাইভারের ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান আমাজাদ হোসেন লাবলু, বাবলু হোসেন, হাজরাকঠি গ্রামের মৃত দূর্গাপদ সিংহের ছেলে সুব্রত সিংহ, বাদল সিংহ, মুজাহার সরদারের ছেলে মজিদ সুপার, মৃত সামছুর গাজীর ছেলে আয়ুব আলী গাজী, মৃত নওশের মেম্বরের ছেলে মুনতাজ হোসেন, ইব্রার ছেলে আবুল কালাম, মৃত সালাম দফাদারের ছেলে ইউনুচ আলী দফাদার, মৃত আমিন গাজীর ছেলে তুরাব আলী গাজী, মৃত কানকাটা আক্কাসের ছেলে ইস্রাফিল, মনি মহলদারের চেলে হামিদ, মৃত সালাম দফাদারের ছেলে মহাসীন দফাদার, মৃত আক্কেল দফাদারের ছেলে রোস্তম আলী, মতিয়ার রহমানের ছেলে তুষার, ইসমাইলের ছেলে সবুজ, মৃত আবুল হোসেনের ছেলে শামীম হোসেন, আবুল হোসেনের ছেলে বুলবুল হোসেন, মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শহিন হোসেন, মৃত সামছুর রহমানের ছেলে মিল্টন হোসেন, সমসকাঠি গ্রামের মৃত হাশেম গাজীর ছেলে জামাল হোসেন, হবির হোসেন মেহেদী, মৃত সাখাওয়াতের ছেলে ইকবাল হোসেনম, জয়পুর গ্রামের  মৃত সালাম দফাদারের ছেলে মনজুর হোসেন, মোক্তার গাজীর ছেলে মারুফ হোসেন, মৃত খোকনের ছেলে ডিস হামিদ, দায়েম দফাদারের ছেলে আলমগীর দফাদার, মৃত একাব্বর মোল্যার ছেলে হোসেন মেম্বর, মোজিদ সুপারের ছেলে জাহাঙ্গীর হোসেন, মৃত আনার মোল্যার ছেলে ইকবাল হোসেন, মৃত সামাদ বিশ্বাসের ছেলে বাবু, ইমদাদুল হক মিলন, আসাদ, মৃত গহর আলী বিশ্বাসের ছেলে আহাদ হোসেন, মৃত শাহাদৎ বিশ্বাসের ছেলে সাদ্দাম বিশ্বাস, মৃত এরশাদ আলীর ছেলে আব্দল হাকিম, টাকা আজিজের ছেলে শিমুল, দোনার গ্রামের নুরুল ইসলামের ছেলে তুহিন ও সুলবলকাঠি গ্রামের নাছিল সরদারের ছেলে এরশাদ।

বজলুর রহমান হত্যার মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যার পর উপজেলার জয়পুর বাজারের পল্লী চিকিৎসক বজলুর রহমানকে তার  দোকান থেকে আটক করে পুলিশ। এরপর পুলিশ তাকে মারপিট করে গাড়িতে করে থানায় নিয়ে যায়। পরিবারের লোকজন খোঁজ নিতে গেলে জানানো হয় পুলিশ সুপারের নির্দেশে তাকে আটক করা হয়েছে।

এরপর তাকে একটি পেন্ডিং মামলায় আটক দেখানো হয় এবং ওসি আওয়ামী লীগ নেতা অপর আসামিদের সাথে যোগাযোগ করতে বলেন। বজলুর রহমান  বিএনপি করে এবং সে ক্রসফায়ারের এক নম্বর লিস্টে আছে বলে তারা জানান। ওই রাতে বজলুর রহমানকে থানা অভ্যন্তরে মারপিট করা হয়। এরপর গভীর রাতে তাকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বেগারিতলা নামক স্থানে নিয়ে গুলি করে হত্যা করে পুলিশ।

পরের দিন সকালে পরিবারকে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়। এরপর আসামিরা যোগসাজসে বজলুর রহমানের ময়নাতদন্ত করে লাশ বাড়িতে পাঠিয়ে দেয়। পুলিশ হেফাজতে বজলুর রহমানের মৃত্যুর ঘটনায় মামলা করতে গেলে মামলা না নিয়ে হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেয়া হয়। বর্তমানে পরিবেশ অনুকূলে আসায় ন্যায় বিচারের স্বার্থে তিনি আদালতে এই মামলার দায়ের করেছেন।

অপরদিকে আনিসুর রহমানের অভিযোগে জানা গেছে, ২০১৩ সালের ২২ মার্চ সকালে জয়পুর গ্রামের ফজলুর রহমানকে পুলিশ বাড়ি থেকে আটক করে। এসময় গ্রামের মানুষ জড়ো হয়ে ফজলুকে উদ্ধারের চেষ্টা করে।

তখন আসামি আমজাদ হোসেনের হুমুকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আজম খান জড়ো হওয়ায় জনগণকে লক্ষ্য করে গুলি করতে আনিসুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। আসামি বাদল সিংহ, শরিফুল ও আলমগীর দফাদার গুলি করে আলমগীরকে গুরুতর জখম করে। অপর আসামি শিমুল জনগণকে লক্ষ্য করে বোমার ছুড়ে মারার সময় তার হাতের মধ্যে বিস্ফোরণ ঘটলে ডান হাতের কব্জি উড়ে যায়। এমরধ্যে গ্রামের মসজিদের মাইকে হামলার কথা প্রচারের পর পুলিশ ও অপর আসামিরা ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়। আসামিরা প্রবাশালী হওয়ায় ঘটনার পর মামলা করতে না পারায় বর্তমান সময়ে পরিবেশ অনুকুলে আসায় তিনি এ মামলা করেছেন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

 রাজশাহী রেঞ্জ ডিআইজি আনিসসহ ৪৮ জনের নামে মামলা 

সংবাদ প্রকাশের সময় : ১১:২৬:১১ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

মণিরামপুরের জয়পুর গ্রামের পল্লী চিকিৎসক বজলুর রহমান ও আনিসুর রহমানকে বিচার বর্হিরভূত হত্যার ঘটনায় যশোরে সাবেক পুলিশ সুপার ও বর্তমান রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমানসহ ৪৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

বুধবার নিহত পল্লী চিকিৎসক বজলুর রহমানের স্ত্রী রেশমা বেগম ও  নিহত আনিসুর রহমানের ভাই মুনছুর আলী বাদী হয়ে এ মামলা করেছেন। মণিরামপুর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগ দুইটি গ্রহন করে আদেশের জন্য রেখে দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এমএ গফুর ও শহীদ মো. ইকবাল হোসেন।

পল্লী চিকিকৎসক বজলুর রহমান হত্যার মামলার অপর আসামিরা হলো, মণিরামপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্যা খবির আহমেদ, এসআই তাসমীম আহমেদ, এসআই শাহীন, দত্তকোনা গ্রামের মৃত হাতেম আলী মালীর ছেলে কাজী মাহামুদুল হাসান, হাকোবা গ্রামরে আনিচুর রহমান, হাজরাকাটি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শহিদুল ইসলাম শাহিন।

আনিসুর রহমান হত্যা মামলার অপর আসামিরা হলো, মণিরামপুর থানার তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আজম, এসআই হিরন, হাকোবা গ্রামের গোলাম ড্রাইভারের ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান আমাজাদ হোসেন লাবলু, বাবলু হোসেন, হাজরাকঠি গ্রামের মৃত দূর্গাপদ সিংহের ছেলে সুব্রত সিংহ, বাদল সিংহ, মুজাহার সরদারের ছেলে মজিদ সুপার, মৃত সামছুর গাজীর ছেলে আয়ুব আলী গাজী, মৃত নওশের মেম্বরের ছেলে মুনতাজ হোসেন, ইব্রার ছেলে আবুল কালাম, মৃত সালাম দফাদারের ছেলে ইউনুচ আলী দফাদার, মৃত আমিন গাজীর ছেলে তুরাব আলী গাজী, মৃত কানকাটা আক্কাসের ছেলে ইস্রাফিল, মনি মহলদারের চেলে হামিদ, মৃত সালাম দফাদারের ছেলে মহাসীন দফাদার, মৃত আক্কেল দফাদারের ছেলে রোস্তম আলী, মতিয়ার রহমানের ছেলে তুষার, ইসমাইলের ছেলে সবুজ, মৃত আবুল হোসেনের ছেলে শামীম হোসেন, আবুল হোসেনের ছেলে বুলবুল হোসেন, মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শহিন হোসেন, মৃত সামছুর রহমানের ছেলে মিল্টন হোসেন, সমসকাঠি গ্রামের মৃত হাশেম গাজীর ছেলে জামাল হোসেন, হবির হোসেন মেহেদী, মৃত সাখাওয়াতের ছেলে ইকবাল হোসেনম, জয়পুর গ্রামের  মৃত সালাম দফাদারের ছেলে মনজুর হোসেন, মোক্তার গাজীর ছেলে মারুফ হোসেন, মৃত খোকনের ছেলে ডিস হামিদ, দায়েম দফাদারের ছেলে আলমগীর দফাদার, মৃত একাব্বর মোল্যার ছেলে হোসেন মেম্বর, মোজিদ সুপারের ছেলে জাহাঙ্গীর হোসেন, মৃত আনার মোল্যার ছেলে ইকবাল হোসেন, মৃত সামাদ বিশ্বাসের ছেলে বাবু, ইমদাদুল হক মিলন, আসাদ, মৃত গহর আলী বিশ্বাসের ছেলে আহাদ হোসেন, মৃত শাহাদৎ বিশ্বাসের ছেলে সাদ্দাম বিশ্বাস, মৃত এরশাদ আলীর ছেলে আব্দল হাকিম, টাকা আজিজের ছেলে শিমুল, দোনার গ্রামের নুরুল ইসলামের ছেলে তুহিন ও সুলবলকাঠি গ্রামের নাছিল সরদারের ছেলে এরশাদ।

বজলুর রহমান হত্যার মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যার পর উপজেলার জয়পুর বাজারের পল্লী চিকিৎসক বজলুর রহমানকে তার  দোকান থেকে আটক করে পুলিশ। এরপর পুলিশ তাকে মারপিট করে গাড়িতে করে থানায় নিয়ে যায়। পরিবারের লোকজন খোঁজ নিতে গেলে জানানো হয় পুলিশ সুপারের নির্দেশে তাকে আটক করা হয়েছে।

এরপর তাকে একটি পেন্ডিং মামলায় আটক দেখানো হয় এবং ওসি আওয়ামী লীগ নেতা অপর আসামিদের সাথে যোগাযোগ করতে বলেন। বজলুর রহমান  বিএনপি করে এবং সে ক্রসফায়ারের এক নম্বর লিস্টে আছে বলে তারা জানান। ওই রাতে বজলুর রহমানকে থানা অভ্যন্তরে মারপিট করা হয়। এরপর গভীর রাতে তাকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বেগারিতলা নামক স্থানে নিয়ে গুলি করে হত্যা করে পুলিশ।

পরের দিন সকালে পরিবারকে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়। এরপর আসামিরা যোগসাজসে বজলুর রহমানের ময়নাতদন্ত করে লাশ বাড়িতে পাঠিয়ে দেয়। পুলিশ হেফাজতে বজলুর রহমানের মৃত্যুর ঘটনায় মামলা করতে গেলে মামলা না নিয়ে হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেয়া হয়। বর্তমানে পরিবেশ অনুকূলে আসায় ন্যায় বিচারের স্বার্থে তিনি আদালতে এই মামলার দায়ের করেছেন।

অপরদিকে আনিসুর রহমানের অভিযোগে জানা গেছে, ২০১৩ সালের ২২ মার্চ সকালে জয়পুর গ্রামের ফজলুর রহমানকে পুলিশ বাড়ি থেকে আটক করে। এসময় গ্রামের মানুষ জড়ো হয়ে ফজলুকে উদ্ধারের চেষ্টা করে।

তখন আসামি আমজাদ হোসেনের হুমুকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আজম খান জড়ো হওয়ায় জনগণকে লক্ষ্য করে গুলি করতে আনিসুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। আসামি বাদল সিংহ, শরিফুল ও আলমগীর দফাদার গুলি করে আলমগীরকে গুরুতর জখম করে। অপর আসামি শিমুল জনগণকে লক্ষ্য করে বোমার ছুড়ে মারার সময় তার হাতের মধ্যে বিস্ফোরণ ঘটলে ডান হাতের কব্জি উড়ে যায়। এমরধ্যে গ্রামের মসজিদের মাইকে হামলার কথা প্রচারের পর পুলিশ ও অপর আসামিরা ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়। আসামিরা প্রবাশালী হওয়ায় ঘটনার পর মামলা করতে না পারায় বর্তমান সময়ে পরিবেশ অনুকুলে আসায় তিনি এ মামলা করেছেন।