স্ত্রীর পরকিয়ায় বাঁধা, স্বামীকে বিষ খাইয়ে হত্যা
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
দ্বিতীয় স্ত্রী আকলিমা বেগমের পরকিয়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামী মাসুম বিল্লাহকে (৩৫) জোর করে বিষ খাইয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মৃত্যু মাসুম বিল্লাহ’র বড় ভাই গোলাম কবির এমন অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামে মঙ্গলবার (২০ আগস্ট) রাতে।
জানাগেছে, তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামের নাজিম উদ্দিন হাওলাদারের ছেলে মাসুম বিল্লাহ গত তিন বছরে পুর্বে হুলাটানা গ্রামের কাদের হাওলাদারের মেয়ে আকলিমা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। গত এক বছর ধরে আকলিমা বেগম পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার চাকামুইয়া ইউনিয়নের দারোগারতবক গ্রামের নুরুল হকের ছেলে নেছার উদ্দিনের সঙ্গে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েন। টের পেয়ে স্বামী মাসুম বিল্লাহ স্ত্রী আকলিমাকে বাঁধা দেয়।
এ নিয়ে পারিবারিকভাবে তাদের মধ্য বেশ কলহ চলছিল। গত জানুয়ারী মাসে আকলিমা স্বামীর বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু আদালতে মামলা দায়ের করেন।
মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১১ টার দিকে স্বামী মাসুম বিল্লাহকে স্ত্রী আকলিমা বেগম তার বাড়ীতে ডেকে নেয়। ওইখানে নিয়ে মাসুম বিল্লাহকে স্ত্রী আকলিমা ও তার সহযোগীরা জোরপুর্বক বিষ খাইয়ে দেয়। পরে তারা বাড়ী থেকে পালিয়ে যায়। খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
হাসপাতালে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। তার অবস্থা সংঙ্কটজনক হলে ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ওইদিন বিকেলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে তার মৃত্যু হয়। বুধবার দুপুরে পটুয়াখালী থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার ময়না তদন্ত হয়। এ ঘটনায় পটুয়াখালী থানার একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মৃত মাসুম বিল্লাহ’র বড় ভাই গোলাম কবির বলেন, পরকিয়া প্রেমে বাঁধা দেয়ায় আমার ভাইয়ের দ্বিতীয় স্ত্রী আকলিমা বেগম ও তার সহযোগীরা জের করে বিষ খাইয়ে আমার ভাইকে হত্যা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
মাসুম বিল্লাহ’র চাচাতো ভাই সিদ্দিকুর রহমান বলেন, দ্বিতীয় স্ত্রীর ঘরে মাসুম বিল্লাহকে মেঝেতে পড়ে থাকতে দেখি। ঘরে কেউ নেই। পরে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। ওই হাসপাতালের চিকিৎসক তাকে সঙ্কটজনক অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ও তত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, ধারনা করা হচ্ছে কীটনাশক জাতীয় দ্রব্য খেয়ে তার মৃত্যু হয়েছে।
পটুয়াখালী থানার ওসি মোঃ জসিম বলেন, ময়না তদন্ত শেষে মাসুম বিল্লাহ’র মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।