ক্ষমা চাইলেন বিএনপি নেতা দুলু
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
শেখ হাসিনার ছবি দেখালে পত্রিকা, টেলিভিশন আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হবে’- দেশের গণমাধ্যম নিয়ে এমন মন্তব্যের পর প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বুধবার (২১ আগস্ট) দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় তিনি গণমাধ্যম কর্মীদের কাছে ক্ষমা চান।
এ সময় দুলু বলেন, সব গণমাধ্যম কর্মীদের সাথেই ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। কিন্তু গত ১৬ তারিখে যারা শেখ হাসিনার সরকারের পক্ষ নিয়ে টিকিয়ে রেখেছিল তাদের কথা বলতে গিয়ে মুখ ফসকে সমস্ত পত্রিকার কথা বলে ফেলেছি। এজন্য আজকে সমাবেশে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে গণমাধ্যম কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করছি। ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা যদি দুঃখ পেয়ে থাকেন।
দুলু বলেন, আওয়ামী লীগ বিগত সময়ে যে চাঁদাবাজি, মাস্তানি, টেন্ডারবাজি, পুকুর দখল, বাড়ি দখল করেছে এর কোনোটাই এখন থেকে নাটোরে করতে দেয়া হবে না।
এর আগে গণমাধ্যম সম্পর্কে উসকানিমূলক বক্তব্য দেয়ায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বক্ষরিত নোটিশে বলা হয়, আপনার এই বক্তব্য বাংলাদেশ বিএনপির নীতি ও আদর্শের চরম পরিপন্থি।… সম্প্রতি কোমলমতি শিক্ষার্থী ও জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্রের যে জাগরণ সৃষ্টি হয়েছে, আপনার বক্তব্য সেটিকেও কালিমালিপ্ত করেছে।
পরে দুলুকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের পদ থেকে পদাবনতি করে নির্বাহী কমিটির সদস্য করা হয়।