বৃষ্টি হতে পারে সপ্তাহজুড়েই
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
সাগরে লঘুচাপের প্রভাবে সারা দেশেই থেমে থেমে হচ্ছে বৃষ্টি। যা থাকতে পারে সপ্তাহজুড়ে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে বাংলাদেশ ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে।
এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে, সোমবার (১৯ আগস্ট) সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছ। এর ফলে বিপাকে পড়েছেন অফিসগামীরা।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সোমবার ও মঙ্গলবার (২০ আগস্ট) রাজশাহী, ঢাকা, রংপুর,ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম , খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।