শেখ হাসিনা-শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবুল হাসান (২০) নামের এক তরুণকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমানসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) রাতে নিহতের বড় ভাই আবুল বাশার বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুস সাত্তার মামলা হওয়ার এর সত্যতা নিশ্চিত করেন।
নিহত আবুল হাসান একটি কোম্পানীতে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। তিনি বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার জাকির হোসেনের ছেলে।
মামলার অপর আসামিরা হলো-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক তথ্য ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, সাবেক জাতীয় পার্টির দলীয় এমপি সেলিম ওসমান, তার ভাতিজা আজমেরী ওসমান, অয়ন ওসমান, শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র আবদুল করিমসহ এজাহারনামীয় ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড় থেকে দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন,গত ৫ আগস্ট বেলা দেড়টার দিকে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় মামলার বাদীর ভাই আবুল হাসানকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অপরাপর আসামির নির্দেশে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান তাকে গুলি করে হত্যা করে।
উল্লেখ্য, গণ-আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তিনি দেশ ছাড়েন।