বৃদ্ধ মাকে তালাবদ্ধ করে রাখলো ৮ ছেলে, উদ্ধার করলো সেনাবাহিনী
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
এক বৃদ্ধ মাকে তালাবদ্ধ ঘরে তিনমাস আটকে রেখেছিলো তার ৮ ছেলে। এ খবর পেয়ে বৃদ্ধ মাকে উদ্ধার করেছে সেনাবাহিনী।
শুক্রবার (১৬ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার গোকর্ণঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বৃদ্ধার নাম জাহানারা বেগম (৭০)। তিনি গোকর্ণঘাট এলাকার মৃত মোহাম্মদ আবদু মিয়ার স্ত্রী।
জানা গেছে, বৃদ্ধা জাহানারা বেগমের নয় ছেলে এবং তিন মেয়ে। একজন ছাড়া বাকি সন্তানরা সম্পত্তির লোভে তাকে ৩ মাস ঘরে বন্দি করে রাখে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার দিদারুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বৃদ্ধাকে উদ্ধার করা হয়।
এ সময় সন্তানদের ক্যাম্পে ডেকে নিয়ে যাওয়া হয়। নিজেদের ভুল বুঝতে পেরে কানধরে ওঠবস ও মায়ের কাছে ক্ষমা চান সন্তানরা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ ৩৩ বীরের ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম এ বিষয়ে বলেন, বৃদ্ধ মা সন্তানদের ক্ষমা করে দিয়েছে। সন্তানদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।