সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ৮ দিনের রিমান্ডে
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এই আদেশ প্রদান করেন।
এর আগে রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় শুক্রবার (১৬ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ডিবি হেফাজতে রাখা হয়।
গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট (সোমবার) পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর একদিন পর সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল করা হয়। এর অংশ হিসেবে ৬ আগস্ট মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।
জিয়াউল আহসান র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (গোয়েন্দা) থাকা অবস্থায় বহুল পরিচিত ছিলেন। ওই সময় কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ছিলেন তিনি। এছাড়া চাকরিচ্যুত হওয়ার আগ পর্যন্ত সেনাবাহিনীর এ কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।