সংবাদ শিরোনাম ::
ভুয়া সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তথ্য চেয়ে চিঠি
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের তথ্য চেয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ আগস্ট) মন্ত্রণালয় ও বিভাগগুলোর সচিব/সিনিয়র সচিবদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে।
অন্তর্বর্তীকালীন সরকারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) বলেন, যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে, কোটা সুবিধা নিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল করা হবে।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে অনেকে চাকরি নিয়েছে। যা অন্তর্বর্তীকালীন সরকার খতিয়ে দেখার পদক্ষেপ নিয়েছে।
এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) বলেন, সব ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা করা হবে।