স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ১১ সেপ্টেম্বর
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
চলতি বছরের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর থেকে নেয়ার জন্য প্রস্তাব জানিয়েছে শিক্ষা বোর্ড। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রশ্নপত্র পুড়ে যাওয়ার কারণে সেসব পুনরায় তৈরি করার জন্য সময় লাগবে। আশা করছি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পরীক্ষাগুলো নিতে পারব। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আগামী ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরুর প্রস্তাব পাঠানো হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৩০ জুন সারাদেশে শুরু হয় এইচএসসি পরীক্ষা। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে ১৮, ২১, ২৩ ও ২৫, ২৮ জুলাই ও ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে ১১ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় অনুষ্ঠিতব্য পরীক্ষাও স্থগিত করা হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।