দুর্বৃত্তদের আগুনে ইউনিয়ন পরিষদ কার্যালয় পুড়ে ছাই
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরের বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয় দূর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এর ফলে প্রয়োজনীয় কাগজপত্র, কম্পিউটারসহ আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। রোবববার (১১আগস্ট ) গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হঠাৎ আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করলেও দ্রুত আগুন ছড়িয়ে পরায় ফায়ার সার্ভিসে খবর দিলে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র, কম্পিউটার ও প্রয়োজনীয় সব কাগজ পুড়ে ছাই হয়ে যায়।
চেয়ারম্যান আঃ মালেক বলেন, পরিষদে কোন বৈদ্যুতিক লাইন নেই। আগুন লাগার খবর পেয়ে পরিষদে আসি। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরিষদে থাকা সবকিছু আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, প্রতিহিংসা মূলক ভাবে দুর্বৃত্তদের দ্বারা আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সুমন তালুকদার জানান,বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা শুনেছি। কেউ অভিযোগ করেনি। অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।