সংবাদ শিরোনাম ::
ডিজিএফআই’র নতুন ডিজি ফয়জুর রহমান
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. ফয়জুর রহমান। সোমবার (১২ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, ডিজিএফআই এর মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল মো. ফয়জুর রহমানকে, মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে কমান্ড্যান্ট এমআইএসটি এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে সদ্য সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সরকারের পতনের দু’দিনের মাথায় বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ও জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডসহ বেশ কয়েকটি শীর্ষ পদে রদবদল করা হয়। সেই সাথে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।