টাঙ্গাইলে জামায়াত ইসলামীর সংবাদ সম্মেলন
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫১:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১০ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর আহসান হাবীব মাসুদ বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা প্রতিটি থানার সামনে এবং বিভিন্ন এলাকায় মন্দিরের সামনে পাহারা বসিয়েছে- যাতে কেউ কোন আক্রমন করতে না পারে। জনসাধারণের জানমাল রক্ষায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সব সময় সতর্ক অবস্থায় রয়েছে।
তিনি আরও বলেন, এখন আমরা এক নতুন বাংলাদেশ দেখছি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এই আন্দোলনকে কেউ ভাগ করতে পারবে না। এই আন্দোলন সকলের আন্দোলন। এই আন্দোলনকে কেউ বিতর্কিত করার দু:সাহস দেখাতে পারবে না।
এক প্রশ্নের জবাবে আহসান হাবীব মাসুদ বলেন, জামায়াত-শিবির সন্ত্রাসী সংগঠন নয়। বরং যারা এটা বলে তারাই সন্ত্রাসী। আমাদের কোন জনশক্তি কোথাও সন্ত্রাস করে থাকলে প্রমাণ দিন; আমরাই তার বিচার করব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জামায়াতের জেলা সেক্রেটারি মো. হুমায়ুন কবীর, সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, টাঙ্গাইল শহর শাখার সভাপতি অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি সাইফুল ইসলাম, সদর উপজেলা(পূর্ব) শাখার সভাপতি অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, শিবিরের টাঙ্গাইল শহর শাখার সভাপতি মামুন আব্দুল্লাহ, সেক্রেটারী মাজহারুল ইসলাম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।