ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পোশাক কারখানার নিরাপত্তায় সমন্বিত টাস্কফোর্স

শতভাগ উৎপাদনে পোশাক কারখানা

গাজীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে শতভাগ কারখানায় চলছে উৎপাদন কার্যক্রম। শনিবার (১০ আগস্ট) সকাল থেকে স্বাভাবিকভাবেই চলছে সব কারখানা। কারখানা নিরাপত্তায় কাজ শুরু করেছে সেনাবাহিনীর সমন্বিত টাস্কফোর্স। কারখানা মালিক ও বিজিএমইএ নেতারা বলছেন, কারখানা নিরাপত্তা নিশ্চিত হলে পোশাক খাতকে এক নম্বর অবস্থানে এগিয়ে নিতে চান তারা।

শিল্প অধ্যূষিত গাজীপুরে তৈরি পোশাক সহ বিভিন্ন কারখানায় চলছে উৎপাদন, বিভিন্ন ইউনিটে কাজ করছেন শ্রমিকরা। কারফিউসহ নানা আন্দোলন সংগ্রামের কারণে কয়েকদিন কারখানায় উৎপাদন বিঘ্নিত হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আবার ঘুরে দাঁড়িয়েছে পোশাক শিল্প। শুরুতে মালিকরা নিজস্ব নিরাপত্তা কর্মী ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় নিরাপত্তা বিধান করে কারখানা চালু করেন। তবে সার্বিক নিরাপত্তায় শনিবার থেকে কাজ শুরু করেছে সেনাবাহিনীর সমন্বিত টাস্কফোর্স।

সেনাবাহিনীর কর্ণেল আবু মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স গাজীপুর, আশুলিয়া সহ বিভিন্ন এলাকায় তৈরি পোশাক সহ বিভিন্ন কারখানায় নিরাপত্তায় কাজ করছে।

কারখানা মালিকরা বলছেন, গাজীপুরসহ অন্যান্য শিল্প এলাকায় শতভাগ কারখানা চালু করা হয়েছে। এতে শ্রমিকদের উপস্থিতি প্রায় শতভাগ।

শিল্প-কারখানার নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর টাস্কফোর্স সেল গঠন করা হয়েছে। সেনা সদস্যদের ব্যাপক টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্প্যারো গ্রুপের পরিচালক শোভন ইসলাম ইসলাম জানান, আমাদের আর্মিদের একটি টাক্সফোর্স বাংলাদেশের বিভিন্ন এলাকায় তাদের ক্যাম্প স্থাপন করেছে এবং গতকাল (শুক্রবার) থেকে টহল শুরু হয়েছে।

বিডি কালেকশন লিঃ এর মালিক তামান্না ফারুক বলেন, বিগত সময়ে পোশাক মালিকরা অনেক কিছু বলতে পারিনি। আমরা কিন্তু অনেক বেশি নির্যাতিত হয়েছি। অপর এক কারখানা মালিক বলেন, মালিক ও শ্রমিক ভাইয়েরা দেশের জন্য কাজ করেছি, ভবিষ্যতেও একসাথে করব। আপনাদের ও নতুন সরকারের সহায়তায় আমাদের পোশাক রপ্তানিকে এক নম্বরে নিয়ে যেতে পারব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তথ্যমতে, গাজীপুরে দুই হাজারের বেশি তৈরি পোশাক কারখানাসহ ছোট বড় প্রায় চার হাজার শিল্প প্রতিষ্ঠান রয়েছে এই গাজীপুরে। এতে কাজ করছে অন্তত ২২ লাখ শ্রমিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পোশাক কারখানার নিরাপত্তায় সমন্বিত টাস্কফোর্স

শতভাগ উৎপাদনে পোশাক কারখানা

সংবাদ প্রকাশের সময় : ০৪:১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪

গাজীপুরে শতভাগ কারখানায় চলছে উৎপাদন কার্যক্রম। শনিবার (১০ আগস্ট) সকাল থেকে স্বাভাবিকভাবেই চলছে সব কারখানা। কারখানা নিরাপত্তায় কাজ শুরু করেছে সেনাবাহিনীর সমন্বিত টাস্কফোর্স। কারখানা মালিক ও বিজিএমইএ নেতারা বলছেন, কারখানা নিরাপত্তা নিশ্চিত হলে পোশাক খাতকে এক নম্বর অবস্থানে এগিয়ে নিতে চান তারা।

শিল্প অধ্যূষিত গাজীপুরে তৈরি পোশাক সহ বিভিন্ন কারখানায় চলছে উৎপাদন, বিভিন্ন ইউনিটে কাজ করছেন শ্রমিকরা। কারফিউসহ নানা আন্দোলন সংগ্রামের কারণে কয়েকদিন কারখানায় উৎপাদন বিঘ্নিত হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আবার ঘুরে দাঁড়িয়েছে পোশাক শিল্প। শুরুতে মালিকরা নিজস্ব নিরাপত্তা কর্মী ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় নিরাপত্তা বিধান করে কারখানা চালু করেন। তবে সার্বিক নিরাপত্তায় শনিবার থেকে কাজ শুরু করেছে সেনাবাহিনীর সমন্বিত টাস্কফোর্স।

সেনাবাহিনীর কর্ণেল আবু মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স গাজীপুর, আশুলিয়া সহ বিভিন্ন এলাকায় তৈরি পোশাক সহ বিভিন্ন কারখানায় নিরাপত্তায় কাজ করছে।

কারখানা মালিকরা বলছেন, গাজীপুরসহ অন্যান্য শিল্প এলাকায় শতভাগ কারখানা চালু করা হয়েছে। এতে শ্রমিকদের উপস্থিতি প্রায় শতভাগ।

শিল্প-কারখানার নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর টাস্কফোর্স সেল গঠন করা হয়েছে। সেনা সদস্যদের ব্যাপক টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্প্যারো গ্রুপের পরিচালক শোভন ইসলাম ইসলাম জানান, আমাদের আর্মিদের একটি টাক্সফোর্স বাংলাদেশের বিভিন্ন এলাকায় তাদের ক্যাম্প স্থাপন করেছে এবং গতকাল (শুক্রবার) থেকে টহল শুরু হয়েছে।

বিডি কালেকশন লিঃ এর মালিক তামান্না ফারুক বলেন, বিগত সময়ে পোশাক মালিকরা অনেক কিছু বলতে পারিনি। আমরা কিন্তু অনেক বেশি নির্যাতিত হয়েছি। অপর এক কারখানা মালিক বলেন, মালিক ও শ্রমিক ভাইয়েরা দেশের জন্য কাজ করেছি, ভবিষ্যতেও একসাথে করব। আপনাদের ও নতুন সরকারের সহায়তায় আমাদের পোশাক রপ্তানিকে এক নম্বরে নিয়ে যেতে পারব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তথ্যমতে, গাজীপুরে দুই হাজারের বেশি তৈরি পোশাক কারখানাসহ ছোট বড় প্রায় চার হাজার শিল্প প্রতিষ্ঠান রয়েছে এই গাজীপুরে। এতে কাজ করছে অন্তত ২২ লাখ শ্রমিক।